সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসাদ শফিক। ক্রিকেটে আগের মতো নিজের স্পৃহা খুঁজে না পাওয়ায় তাঁর এই সিদ্ধান্ত।
শফিক সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে। গতকাল জাতীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালের পর সংবাদ সম্মেলনে অবসরের বিষয়ে জানান তিনি। ৩৭ বছর বয়সী তারকার নেতৃত্বে এ টুর্নামেন্টে অ্যাবোটাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করাচি হোয়াইটস।
শিরোপা জেতার পর সংবাদ সম্মেলনে এসে শফিক বলেছেন, ‘ক্রিকেট খেলার জন্য আমার আগের মতো উত্তেজনা ও আবেগ অনুভব হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় ফিটনেসও আমার নেই। যার কারণে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।’
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শফিকের। ওই বছরই পাকিস্তান জাতীয় দলের তিন সংস্করণে জায়গা করে নেন। ৭৭ টেস্ট, ৬০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে পাকিস্তানের অন্যতম ভরসাস্থলও হয়ে ওঠেন শফিক। যেকোনো পরিস্থিতে উইকেটে দাঁড়িয়ে যাওয়ার আত্মবিশ্বাস ছিল তাঁর।
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টেস্টে দারুণ সময় কেটেছে শফিকের। ছিলেন লাল বলের ক্রিকেটের শীর্ষ ব্যাটারদের একজন। এক পঞ্জিকাবর্ষে ২ হাজারের কাছাকাছিও রান করেন। তবে ২০২০ সালে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর দলে ফেরা হয়নি শফিকের। মিসবাহ-উল-হকের নেতৃত্ব টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি এখনো শফিকের।
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসাদ শফিক। ক্রিকেটে আগের মতো নিজের স্পৃহা খুঁজে না পাওয়ায় তাঁর এই সিদ্ধান্ত।
শফিক সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে। গতকাল জাতীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালের পর সংবাদ সম্মেলনে অবসরের বিষয়ে জানান তিনি। ৩৭ বছর বয়সী তারকার নেতৃত্বে এ টুর্নামেন্টে অ্যাবোটাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করাচি হোয়াইটস।
শিরোপা জেতার পর সংবাদ সম্মেলনে এসে শফিক বলেছেন, ‘ক্রিকেট খেলার জন্য আমার আগের মতো উত্তেজনা ও আবেগ অনুভব হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় ফিটনেসও আমার নেই। যার কারণে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।’
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শফিকের। ওই বছরই পাকিস্তান জাতীয় দলের তিন সংস্করণে জায়গা করে নেন। ৭৭ টেস্ট, ৬০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে পাকিস্তানের অন্যতম ভরসাস্থলও হয়ে ওঠেন শফিক। যেকোনো পরিস্থিতে উইকেটে দাঁড়িয়ে যাওয়ার আত্মবিশ্বাস ছিল তাঁর।
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টেস্টে দারুণ সময় কেটেছে শফিকের। ছিলেন লাল বলের ক্রিকেটের শীর্ষ ব্যাটারদের একজন। এক পঞ্জিকাবর্ষে ২ হাজারের কাছাকাছিও রান করেন। তবে ২০২০ সালে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর দলে ফেরা হয়নি শফিকের। মিসবাহ-উল-হকের নেতৃত্ব টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি এখনো শফিকের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫