৪২ ছুঁইছুঁই জেমস অ্যান্ডারসনের সুইং ও গতিতে এখনো ব্যাটাররা পরাস্ত হন বারবার। ছন্দে থাকা অ্যান্ডারসনকে দেখে ভক্ত-সমর্থকদের অনেকেরই হয়তো চাওয়া যে আর কিছুদিন খেললে ক্ষতি কী? তবে ইংল্যান্ডের তারকা পেসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন লর্ডস টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন।
১৩৪৭ উইকেট ও ১০০১ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম দুইয়ে। তৃতীয় বোলার হিসেবে ১০০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে বিদায়ী টেস্টে অ্যান্ডারসনের দরকার ছিল ১৩ উইকেট। তবে এখন যে সেটা আর সম্ভব হচ্ছে না। কারণ লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ২০ উইকেটের মধ্যে এরই মধ্যে ১৬ উইকেট হারিয়েছে। ১৬ উইকেটের মধ্যে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশ পেসারের উইকেট এখন ৯৯০। শেষ ৪ উইকেট পেলে ৯৯৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শেষ হবে এই তারকা পেসারের।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ উইকেটের আক্ষেপ থাকলেও লর্ডস টেস্টে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ হাজার বল করার রেকর্ড গড়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে অ্যান্ডারসন এখনো পর্যন্ত ৫০ হাজার ৭ বল করেছেন। সর্বোচ্চ বোলিংয়ের হিসাবেও সবার ওপরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার ৬৩১৩২ বল করেছেন। ১৯৯২ থেকে ২০১১—১১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার পাশাপাশি এশিয়া একাদশ ও আইসিসির হয়েও খেলেছেন তিনি।
অ্যান্ডারসনের ১০০০ উইকেট নেওয়ার আশা মূলত শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছেন আরও ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে হাতে ৪ উইকেট নিয়ে এখনো ১৭১ রান পিছিয়ে ক্যারিবীয়রা। উইন্ডিজের ইনিংস যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাতে আজ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে লর্ডস টেস্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম টেস্টের তৃতীয় দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ বোলিং করা সেরা পাঁচ বোলার
বল দল
মুত্তিয়া মুরালিধরন ৬৩১৩২ শ্রীলঙ্কা/এশিয়া/আইসিসি
অনিল কুম্বলে ৫৫৩৪৬ ভারত/এশিয়া
শেন ওয়ার্ন ৫১৩৪৭ অস্ট্রেলিয়া/আইসিসি
জেমস অ্যান্ডারসন ৫০০০৭ ইংল্যান্ড
ড্যানিয়েল ভেট্টরি ৪৩৬৬১ নিউজিল্যান্ড/আইসিসি
আরও পড়ুন–
৪২ ছুঁইছুঁই জেমস অ্যান্ডারসনের সুইং ও গতিতে এখনো ব্যাটাররা পরাস্ত হন বারবার। ছন্দে থাকা অ্যান্ডারসনকে দেখে ভক্ত-সমর্থকদের অনেকেরই হয়তো চাওয়া যে আর কিছুদিন খেললে ক্ষতি কী? তবে ইংল্যান্ডের তারকা পেসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন লর্ডস টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন।
১৩৪৭ উইকেট ও ১০০১ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম দুইয়ে। তৃতীয় বোলার হিসেবে ১০০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে বিদায়ী টেস্টে অ্যান্ডারসনের দরকার ছিল ১৩ উইকেট। তবে এখন যে সেটা আর সম্ভব হচ্ছে না। কারণ লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ২০ উইকেটের মধ্যে এরই মধ্যে ১৬ উইকেট হারিয়েছে। ১৬ উইকেটের মধ্যে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশ পেসারের উইকেট এখন ৯৯০। শেষ ৪ উইকেট পেলে ৯৯৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শেষ হবে এই তারকা পেসারের।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ উইকেটের আক্ষেপ থাকলেও লর্ডস টেস্টে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ হাজার বল করার রেকর্ড গড়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে অ্যান্ডারসন এখনো পর্যন্ত ৫০ হাজার ৭ বল করেছেন। সর্বোচ্চ বোলিংয়ের হিসাবেও সবার ওপরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার ৬৩১৩২ বল করেছেন। ১৯৯২ থেকে ২০১১—১১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার পাশাপাশি এশিয়া একাদশ ও আইসিসির হয়েও খেলেছেন তিনি।
অ্যান্ডারসনের ১০০০ উইকেট নেওয়ার আশা মূলত শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছেন আরও ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে হাতে ৪ উইকেট নিয়ে এখনো ১৭১ রান পিছিয়ে ক্যারিবীয়রা। উইন্ডিজের ইনিংস যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাতে আজ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে লর্ডস টেস্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম টেস্টের তৃতীয় দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ বোলিং করা সেরা পাঁচ বোলার
বল দল
মুত্তিয়া মুরালিধরন ৬৩১৩২ শ্রীলঙ্কা/এশিয়া/আইসিসি
অনিল কুম্বলে ৫৫৩৪৬ ভারত/এশিয়া
শেন ওয়ার্ন ৫১৩৪৭ অস্ট্রেলিয়া/আইসিসি
জেমস অ্যান্ডারসন ৫০০০৭ ইংল্যান্ড
ড্যানিয়েল ভেট্টরি ৪৩৬৬১ নিউজিল্যান্ড/আইসিসি
আরও পড়ুন–
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫