হঠাৎ করেই গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অথচ ১৬ বছরের ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারত বাঁ-হাতি ব্যাটারের। সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীনতায় থাকলেও বয়স আর তাঁর ব্যাটিং দক্ষতা তেমনি আভাস দেয়।
কিন্তু আচমকা আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। তাঁর এমন বিদায়ে বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা হতবাক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিককে নিয়ে নিজেদের অনুভূতিও জানিয়েছেন তাঁরা।
তামিমকে নিয়ে কথা বলা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশি ক্রিকেটাররাও কথা বলেছেন। তবে তাঁর হঠাৎ খেলা ছাড়া নিয়ে নয়, ভবিষ্যতের জন্য অভিনন্দন নিয়ে। গতকাল বাংলাদেশি কিংবদন্তিকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটের তীর্থভূমির মতোই অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও দিমুথ করুণারত্নে।
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই মালিঙ্গার বোলিংয়ে অস্বস্তিতে ছিলেন তামিম। তাঁর কাছ থেকেই এবার অভিনন্দন পেয়েছেন সাবেক পেসার। বাঁ-হাতি ব্যাটারকে শুধু অভিনন্দনই জানাননি, ‘কিংবদন্তি’ বলেও সম্বোধন করেছেন ‘ইয়র্কার মাস্টার’। সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কান কিংবদন্তি লিখেছেন, ‘শুভ বিদায় তামিম। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। সব মিলিয়ে দেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং মাঠ ও মাঠের বাইরের ভদ্রলোক। বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখার জন্য নিজেকে গর্বিত মনে করতে পার।’
অন্যদিকে তামিম ইকবালের সঙ্গে ট্রফির একটি ছবি দিয়ে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘ সময় টাইগারদের হয়ে খেলেছে এবং দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা তামিম ইকবাল।’
হঠাৎ করেই গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অথচ ১৬ বছরের ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারত বাঁ-হাতি ব্যাটারের। সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীনতায় থাকলেও বয়স আর তাঁর ব্যাটিং দক্ষতা তেমনি আভাস দেয়।
কিন্তু আচমকা আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। তাঁর এমন বিদায়ে বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা হতবাক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিককে নিয়ে নিজেদের অনুভূতিও জানিয়েছেন তাঁরা।
তামিমকে নিয়ে কথা বলা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশি ক্রিকেটাররাও কথা বলেছেন। তবে তাঁর হঠাৎ খেলা ছাড়া নিয়ে নয়, ভবিষ্যতের জন্য অভিনন্দন নিয়ে। গতকাল বাংলাদেশি কিংবদন্তিকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটের তীর্থভূমির মতোই অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও দিমুথ করুণারত্নে।
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই মালিঙ্গার বোলিংয়ে অস্বস্তিতে ছিলেন তামিম। তাঁর কাছ থেকেই এবার অভিনন্দন পেয়েছেন সাবেক পেসার। বাঁ-হাতি ব্যাটারকে শুধু অভিনন্দনই জানাননি, ‘কিংবদন্তি’ বলেও সম্বোধন করেছেন ‘ইয়র্কার মাস্টার’। সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কান কিংবদন্তি লিখেছেন, ‘শুভ বিদায় তামিম। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। সব মিলিয়ে দেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং মাঠ ও মাঠের বাইরের ভদ্রলোক। বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখার জন্য নিজেকে গর্বিত মনে করতে পার।’
অন্যদিকে তামিম ইকবালের সঙ্গে ট্রফির একটি ছবি দিয়ে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘ সময় টাইগারদের হয়ে খেলেছে এবং দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা তামিম ইকবাল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫