নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিটন দাস আর তামিম ইকবাল মিলে গেলেন এক বিন্দুতে। বাংলাদেশের দুই ওপেনার সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছরের মার্চে দেশের মাঠে হওয়া জিম্বাবুয়ে সিরিজে। লিটন হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতেই লম্বা বিরতির পর তিন অঙ্কের দেখা পেয়েছেন। আজ একই মাঠে তামিমও সেঞ্চুরিখরা ঘোচালেন সেই জিম্বাবুয়েকে দিয়েই। ওয়ানডেতে এটিই তামিমের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তামিমের এটা প্রথম সেঞ্চুরি।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এটিই তামিমেরসবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তাঁর আগের দ্রুততম সেঞ্চুরিটা ছিল ৯৪ বলে, ২০১০ সালে করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষেই সাকিব সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
২৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম–লিটন। ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫২ তম ফিফটি করেন তামিম। মাধিভেরের বলে আউট হওয়ার আগে লিটন করেছেন লিটন ৩২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব ও তামিম দলকে জয়ের কক্ষপথে রাখেন। কোনো ঝুঁকি না নিয়ে এগোতে থাকেন দুই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৫৯ রান। জঙ্গুয়ের বলে উইকেটকিপার চাকাভার ক্যাচ হওয়ার আগে সাকিব করেছেন ৩০ রানে। যদিও আউটটা নিয়ে সাকিবের অসন্তুষ্টি ছিল।
তামিম অবশ্য অন্য প্রান্তে অবিচল ছিলেন। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে এগোনো তামিম সবচেয়ে বেশি রান পেয়েছেন ফ্লিক শটে। মিড উইকেট, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, ফাইন লেগ অঞ্চলে থেকেই রান তুলেছেন ৫৫ শতাংশ। গত কিছুদিনে সাদা বলের ক্রিকেটে তাঁকে যে স্ট্রাইকরেট নিয়ে এত কথা শুনতে হয়েছে, আজ তামিমের ব্যাটিং যেন সব সমালোচনার জবাবই দিল। ত্রিপানোকে খোঁচা দিয়ে চাকাভার গ্লাভসে ধরা পড়ার আগে আট চার, তিন ছক্কায় ৯৭ বলে করে গেছেন ১১২ রান। স্ট্রাইকরেট ১১৫.৪৬।
তামিম ফিরতেই একটু বিপাকে পড়েছে বাংলাদেশ। পরের বলেই একইভাবে আউট নিজের ২০০ তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ (০)। ৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২২৪ রান। আরও দরকার ৭৮ বলে ৭৫ রান।
ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি
ব্যাটসম্যান | বল | প্রতিপক্ষ | সাল |
সাকিব আল হাসান | ৬৩ | জিম্বাবুয়ে | ২০০৯ |
সাকিব আল হাসান | ৬৮ | জিম্বাবুয়ে | ২০০৯–১০ |
মুশফিকুর রহিম | ৬৯ | পাকিস্তান | ২০১৪–১৫ |
সৌম্য সরকার | ৮১ | জিম্বাবুয়ে | ২০১৮–১৯ |
সাকিব আল হাসান | ৮৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৯ |
লিটন দাস আর তামিম ইকবাল মিলে গেলেন এক বিন্দুতে। বাংলাদেশের দুই ওপেনার সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছরের মার্চে দেশের মাঠে হওয়া জিম্বাবুয়ে সিরিজে। লিটন হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতেই লম্বা বিরতির পর তিন অঙ্কের দেখা পেয়েছেন। আজ একই মাঠে তামিমও সেঞ্চুরিখরা ঘোচালেন সেই জিম্বাবুয়েকে দিয়েই। ওয়ানডেতে এটিই তামিমের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তামিমের এটা প্রথম সেঞ্চুরি।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। এটিই তামিমেরসবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তাঁর আগের দ্রুততম সেঞ্চুরিটা ছিল ৯৪ বলে, ২০১০ সালে করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষেই সাকিব সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
২৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম–লিটন। ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫২ তম ফিফটি করেন তামিম। মাধিভেরের বলে আউট হওয়ার আগে লিটন করেছেন লিটন ৩২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব ও তামিম দলকে জয়ের কক্ষপথে রাখেন। কোনো ঝুঁকি না নিয়ে এগোতে থাকেন দুই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৫৯ রান। জঙ্গুয়ের বলে উইকেটকিপার চাকাভার ক্যাচ হওয়ার আগে সাকিব করেছেন ৩০ রানে। যদিও আউটটা নিয়ে সাকিবের অসন্তুষ্টি ছিল।
তামিম অবশ্য অন্য প্রান্তে অবিচল ছিলেন। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে এগোনো তামিম সবচেয়ে বেশি রান পেয়েছেন ফ্লিক শটে। মিড উইকেট, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, ফাইন লেগ অঞ্চলে থেকেই রান তুলেছেন ৫৫ শতাংশ। গত কিছুদিনে সাদা বলের ক্রিকেটে তাঁকে যে স্ট্রাইকরেট নিয়ে এত কথা শুনতে হয়েছে, আজ তামিমের ব্যাটিং যেন সব সমালোচনার জবাবই দিল। ত্রিপানোকে খোঁচা দিয়ে চাকাভার গ্লাভসে ধরা পড়ার আগে আট চার, তিন ছক্কায় ৯৭ বলে করে গেছেন ১১২ রান। স্ট্রাইকরেট ১১৫.৪৬।
তামিম ফিরতেই একটু বিপাকে পড়েছে বাংলাদেশ। পরের বলেই একইভাবে আউট নিজের ২০০ তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ (০)। ৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২২৪ রান। আরও দরকার ৭৮ বলে ৭৫ রান।
ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি
ব্যাটসম্যান | বল | প্রতিপক্ষ | সাল |
সাকিব আল হাসান | ৬৩ | জিম্বাবুয়ে | ২০০৯ |
সাকিব আল হাসান | ৬৮ | জিম্বাবুয়ে | ২০০৯–১০ |
মুশফিকুর রহিম | ৬৯ | পাকিস্তান | ২০১৪–১৫ |
সৌম্য সরকার | ৮১ | জিম্বাবুয়ে | ২০১৮–১৯ |
সাকিব আল হাসান | ৮৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৯ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫