Ajker Patrika

নাটকীয় জয়ে ইংল্যান্ডে সিরিজ বাঁচাল ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ১৫
ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ বাঁচাল ভারত। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ বাঁচাল ভারত। ছবি: ক্রিকইনফো

লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।

ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল চতুর্থ দিনেই শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির বাগড়ায় আজ খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। যে ম্যাচটা ইংল্যান্ড একটা পর্যায়ে সহজে জিততে পারত, সেই ম্যাচ বাঁক বদলেছে পরতে পরতে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ভারত ৬ রানে জিতেছে। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ ব্যবধানে।

লন্ডনের ওভালে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারল না ইংল্যান্ড। এর আগে ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে। ইংল্যান্ড সেবার ২ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে ভারত এবার ওভালে ৬ রানে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের কীর্তি গড়েছে।

দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর পর প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মারেন জেভি ওভারটন। ৭৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর শেষ দুই বল ডট দিয়েছেন ওভারটন। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ৭৮তম ওভারের তৃতীয় বলে সিরাজের বলে খোঁচা দেন জেমি স্মিথ। ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলসহ অন্যান্যরা সজোরে আবেদন করলেও মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। ধর্মসেনা শব্দ পেলেও মূলত দেখতে চেয়েছেন জুরেল ঠিকমতো ক্যাচ ধরতে পেরেছেন কিনা। শেষ পর্যন্ত স্মিথ (২) আউট হয়েছেন।

এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে সিরাজ ইংল্যান্ডকে আবার দিয়েছেন ধাক্কা। ৮০তম ওভারের পঞ্চম বলে ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। ভারতীয় পেসারের জোরালো আবেদনে ধর্মসেনা অনেকক্ষণ পরে আঙুল তুলেছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন (৯)। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ড হারাতে পারত নবম উইকেট। ৮১তম ওভারের চতুর্থ বলে জশ টাঙের বিপক্ষে কৃষ্ণা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে বেঁচে যান টাঙ।

নবম উইকেট পড়তে ইংল্যান্ডের অবশ্য বেশি সময় লাগেনি। ৮৩তম ওভারের শেষ বলে টাঙকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন কৃষ্ণা। তখনই ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মাঠে নামতেই ওভালের গ্যালারিতে শোনা যায় মুহুর্মুহু হাততালি। কোনো বল মোকাবিলা না করে ১৬ মিনিট উইকেটে কাটিয়েছেন ওকস। তাঁকে একপ্রান্তে রেখে অ্যাটকিনসন একা খেলে যেতে থাকেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৮৬তম ওভারের প্রথম বলে অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। ৩০.১ ওভারে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন সিরাজ। ৮৫.১ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৬৭ রানে। হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫) সেঞ্চুরি করেছেন।

চোটে পড়ায় খেলতে পারেননি ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর পরিবর্তে ওভালে পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ওলি পোপ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২২৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ার। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। টেস্টে ইনিংসে এই নিয়ে চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে। যদিও ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ভারতের প্রসিধ ও সিরাজ নিয়েছেন চারটি করে উইকেট। ভারত এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছে। যশস্বী জয়সওয়াল ১৬৪ বলে ১১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আকাশ দীপ। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর দুজনেই করেছেন ৫৩ রান। ইংল্যান্ডের জশ টাং ৩০ ওভারে ১২৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটি স্বাগতিকেরা হেরে যায় ৬ রানে।

১৯০ রানে ৯ উইকেট নিয়ে ওভালে পঞ্চম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ ৭৫৪ রান করে সিরিজসেরা হয়েছেন শুবমান গিল। তাঁর (গিল) পাশাপাশি হ্যারি ব্রুকও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত