প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।
প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।
প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে