টেস্টে ঝোড়ো ব্যাটিংয়ে বাজবলের অভ্যাস অনেক আগে থেকেই আয়ত্ত করে ফেলেছে ইংল্যান্ড। তবে এজবাস্টনে গতকাল বেন স্টোকস যে তাণ্ডবলীলা চালিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। টর্নেডো গতিতে ব্যাটিং করে নতুন রেকর্ড গড়েছেন স্টোকস। যদিও ইংলিশ অধিনায়ক তা বুঝতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দরকার ছিল ৮২ রান। হাতে তখনো ২০০-এর বেশি ওভার বাকি। এমন পরিস্থিতিতে ম্যাচে দ্রুত ফল আনার চিন্তাই যে ছিল ইংলিশদের। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা স্টোকস গতকাল তৃতীয় দিনে ওপেনিংয়ে নামলেন। বেন ডাকেটের সঙ্গে স্টোকসের উদ্বোধনী জুটিতে ৪৪ বলে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান করে ফেলে ইংল্যান্ড। ২৪ বলে ফিফটি করে টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিলেন স্টোকস। সব মিলে তা টেস্টে তৃতীয় দ্রুততম। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন ইয়ান বোথামের রেকর্ড। ১৯৮১ সালে দিল্লিতে বোথাম ফিফটি করেছিলেন ২৮ বলে।
এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই ফিফটি করেছেন স্টোকস। যেখানে দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৭ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানিকে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি সব সময়ই বেশ ইতিবাচক থাকার চেষ্টা করেছি। পুরোনো বলের চেয়ে নতুন বলে খেলতে তুলনামূলক ভালো মনে হচ্ছিল। যখন বলটা ব্যাটে লাগাতে পেরেছি, মনে হচ্ছিল কিছু একটা করে ফেলতে পারি। রেকর্ডের ব্যাপারে আমি জানতামই না। আমি প্রত্যেকটা বলই চার অথবা ছক্কা মারার জন্য খেলতে চাচ্ছিলাম।’
এজবাস্টনে গতকাল এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৩ উইকেটে ১২৫ রান। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের ইনিংস। ৫০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ক উড। ষষ্ঠ থেকে দশম—শেষ ৫টি উইকেটই নিয়েছেন উড। ৯২ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ এই পেসার। উডের প্রশংসা করে স্টোকস বলেন, ‘মনে হচ্ছিল সে প্রতি বলেই উইকেট নেবে। অবশ্যই বল যখন ঘণ্টায় ৯৩ মাইল গতিতে রিভার্স সুইং করে, তখন খেলা একটু কঠিন হয়। তার হৃদয় সিংহের মতো এবং ৪৫ মিনিট বা ঘণ্টাখানেক সময়ে সে যা দেখিয়েছে, অধিনায়ক হিসেবে আপনি তার কাছে তেমন কিছুই জানতে চাইবেন। তার স্কিল, এক্স ফ্যাক্টর সব দলই পেতে চাইবে। সে দেখাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
টেস্টে ঝোড়ো ব্যাটিংয়ে বাজবলের অভ্যাস অনেক আগে থেকেই আয়ত্ত করে ফেলেছে ইংল্যান্ড। তবে এজবাস্টনে গতকাল বেন স্টোকস যে তাণ্ডবলীলা চালিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। টর্নেডো গতিতে ব্যাটিং করে নতুন রেকর্ড গড়েছেন স্টোকস। যদিও ইংলিশ অধিনায়ক তা বুঝতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দরকার ছিল ৮২ রান। হাতে তখনো ২০০-এর বেশি ওভার বাকি। এমন পরিস্থিতিতে ম্যাচে দ্রুত ফল আনার চিন্তাই যে ছিল ইংলিশদের। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা স্টোকস গতকাল তৃতীয় দিনে ওপেনিংয়ে নামলেন। বেন ডাকেটের সঙ্গে স্টোকসের উদ্বোধনী জুটিতে ৪৪ বলে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান করে ফেলে ইংল্যান্ড। ২৪ বলে ফিফটি করে টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিলেন স্টোকস। সব মিলে তা টেস্টে তৃতীয় দ্রুততম। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন ইয়ান বোথামের রেকর্ড। ১৯৮১ সালে দিল্লিতে বোথাম ফিফটি করেছিলেন ২৮ বলে।
এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই ফিফটি করেছেন স্টোকস। যেখানে দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৭ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানিকে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি সব সময়ই বেশ ইতিবাচক থাকার চেষ্টা করেছি। পুরোনো বলের চেয়ে নতুন বলে খেলতে তুলনামূলক ভালো মনে হচ্ছিল। যখন বলটা ব্যাটে লাগাতে পেরেছি, মনে হচ্ছিল কিছু একটা করে ফেলতে পারি। রেকর্ডের ব্যাপারে আমি জানতামই না। আমি প্রত্যেকটা বলই চার অথবা ছক্কা মারার জন্য খেলতে চাচ্ছিলাম।’
এজবাস্টনে গতকাল এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৩ উইকেটে ১২৫ রান। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের ইনিংস। ৫০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ক উড। ষষ্ঠ থেকে দশম—শেষ ৫টি উইকেটই নিয়েছেন উড। ৯২ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ এই পেসার। উডের প্রশংসা করে স্টোকস বলেন, ‘মনে হচ্ছিল সে প্রতি বলেই উইকেট নেবে। অবশ্যই বল যখন ঘণ্টায় ৯৩ মাইল গতিতে রিভার্স সুইং করে, তখন খেলা একটু কঠিন হয়। তার হৃদয় সিংহের মতো এবং ৪৫ মিনিট বা ঘণ্টাখানেক সময়ে সে যা দেখিয়েছে, অধিনায়ক হিসেবে আপনি তার কাছে তেমন কিছুই জানতে চাইবেন। তার স্কিল, এক্স ফ্যাক্টর সব দলই পেতে চাইবে। সে দেখাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫