প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।
প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫