অনলাইন ডেস্ক
আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পালাবদল হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ তাঁর পরিচালনা পর্ষদের ১০ পরিচালকের প্রত্যেকে একাধিক স্ট্যান্ডিং কমিটি সামলাচ্ছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। দেবব্রত ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক। গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার জেরে বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাঁর পদত্যাগের ঘটনা বেশ আলোচিত হয়েছিল।
বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্জয় পরিচালক পদ থেকে পদত্যাগ করলে এইচপি বিভাগের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছিল। এখন দেবব্রতের কাজ হবে বিসিবির প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা।
আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পালাবদল হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ তাঁর পরিচালনা পর্ষদের ১০ পরিচালকের প্রত্যেকে একাধিক স্ট্যান্ডিং কমিটি সামলাচ্ছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। দেবব্রত ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক। গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার জেরে বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাঁর পদত্যাগের ঘটনা বেশ আলোচিত হয়েছিল।
বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্জয় পরিচালক পদ থেকে পদত্যাগ করলে এইচপি বিভাগের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছিল। এখন দেবব্রতের কাজ হবে বিসিবির প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫