৪৪ মাসের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। নিজেদের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছিল তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তারপর নিজেদের মাঠে জয় হয়ে ওঠে সোনার হরিণ। একটু দেরি হলেও নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবশেষে ১১ টেস্ট পর নিজেদের মাঠে জয়ের উচ্ছ্বাস করল তারা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। কিছুটা বিস্ময় যেন সাজিদ ও নোমান! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সব উইকেট নিয়েছেন এই দুই স্পিনার। সাজিদ নিয়েছেন ৯টি, নোমানের শিকার ১১টি। একবিংশ শতাব্দীতে এক টেস্টে ২০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়লেন তাঁরা।
টেস্টে গত ৫২ বছরেও এমন রেকর্ড নেই। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে সপ্তমবার দুই বোলার মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে দ্বিতীয়বার। ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দলটির দুই পেসার ফজল মাহমুদ (১৩) ও খান মোহাম্মদ (৭)।
সর্বশেষ ১৯৭২ সালে দুই বোলার নিয়েছিলেন এক টেস্টে ২০ উইকেট। লর্ডসে সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে মোট ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি ৪ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। এরপর ২০২৪ সালে সেই স্মৃতি ফেরালেন সাজিদ নোমান।
প্রথম ইনিংসে ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন সাজিদ, দ্বিতীয় ইনিংসে নোমান নিয়েছেন ৪৬ রানে ৮ উইকেট। মুলতানে সেরা বোলিং ফিগারের তালিকায় নোমানের স্পেলটি শীর্ষে এবং দুই নম্বরে সাজিদের স্পেলটি।
৪৪ মাসের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। নিজেদের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছিল তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তারপর নিজেদের মাঠে জয় হয়ে ওঠে সোনার হরিণ। একটু দেরি হলেও নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবশেষে ১১ টেস্ট পর নিজেদের মাঠে জয়ের উচ্ছ্বাস করল তারা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। কিছুটা বিস্ময় যেন সাজিদ ও নোমান! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সব উইকেট নিয়েছেন এই দুই স্পিনার। সাজিদ নিয়েছেন ৯টি, নোমানের শিকার ১১টি। একবিংশ শতাব্দীতে এক টেস্টে ২০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়লেন তাঁরা।
টেস্টে গত ৫২ বছরেও এমন রেকর্ড নেই। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে সপ্তমবার দুই বোলার মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে দ্বিতীয়বার। ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দলটির দুই পেসার ফজল মাহমুদ (১৩) ও খান মোহাম্মদ (৭)।
সর্বশেষ ১৯৭২ সালে দুই বোলার নিয়েছিলেন এক টেস্টে ২০ উইকেট। লর্ডসে সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে মোট ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি ৪ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। এরপর ২০২৪ সালে সেই স্মৃতি ফেরালেন সাজিদ নোমান।
প্রথম ইনিংসে ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন সাজিদ, দ্বিতীয় ইনিংসে নোমান নিয়েছেন ৪৬ রানে ৮ উইকেট। মুলতানে সেরা বোলিং ফিগারের তালিকায় নোমানের স্পেলটি শীর্ষে এবং দুই নম্বরে সাজিদের স্পেলটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫