ঘরের মাঠে কদিন আগে ইংল্যান্ড টেস্ট সিরিজে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজকে। দুর্দান্ত ব্যাটিংয়ে এই সিরিজেই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দেন জো রুট। লারার রেকর্ড ভাঙা রুট দীর্ঘদিন পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে দেখা যায়, ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার এখন রুট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৯১ রান করেছেন তিনি। লারাকে টপকে টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক এখন রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে রুট ও লারা করেছেন ১২০২৭ ও ১১৯৫৩ রান। টেস্টে এই নিয়ে নবমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ উঠলেন রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ২০২৩-এর জুনে।
রুট এক ধাপ এগোনোয় টেস্টের সিংহাসন খুইয়েছেন কেইন উইলিয়ামসন। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার উইলিয়ামসন। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে তিনে বাবর আজম ও ড্যারিল মিচেল।
পাল্লেকেলেতে গত রাতে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও অদলবদল রয়েছে। দুই ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। সিরিজে সর্বোচ্চ ১৩৭ রান করে ১১ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন পাথুম নিশাঙ্কা। ৮৪৪ ও ৮০৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ও দুইয়ে আগের মতোই আছেন ট্রাভিস হেড ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার গতকাল শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯২ রান ও ২ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। এই সিরিজে আনুষ্ঠানিকভাবে ভারতের টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন সূর্য।
৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন রবি বিষ্ণুই। পাল্লেকেলেতে গত রাতে শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন বিষ্ণুই। ভারতীয় রিস্ট স্পিনারের রেটিং পয়েন্ট ৬৩৫। ৭১৮ ও ৬৭৫ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো এক ও দুইয়ে আদিল রশিদ ও অ্যানরিখ নরকীয়া। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রশিদ খান।
ঘরের মাঠে কদিন আগে ইংল্যান্ড টেস্ট সিরিজে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজকে। দুর্দান্ত ব্যাটিংয়ে এই সিরিজেই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দেন জো রুট। লারার রেকর্ড ভাঙা রুট দীর্ঘদিন পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে দেখা যায়, ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার এখন রুট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৯১ রান করেছেন তিনি। লারাকে টপকে টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক এখন রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে রুট ও লারা করেছেন ১২০২৭ ও ১১৯৫৩ রান। টেস্টে এই নিয়ে নবমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ উঠলেন রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ২০২৩-এর জুনে।
রুট এক ধাপ এগোনোয় টেস্টের সিংহাসন খুইয়েছেন কেইন উইলিয়ামসন। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার উইলিয়ামসন। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে তিনে বাবর আজম ও ড্যারিল মিচেল।
পাল্লেকেলেতে গত রাতে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও অদলবদল রয়েছে। দুই ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। সিরিজে সর্বোচ্চ ১৩৭ রান করে ১১ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন পাথুম নিশাঙ্কা। ৮৪৪ ও ৮০৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ও দুইয়ে আগের মতোই আছেন ট্রাভিস হেড ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার গতকাল শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯২ রান ও ২ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। এই সিরিজে আনুষ্ঠানিকভাবে ভারতের টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন সূর্য।
৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন রবি বিষ্ণুই। পাল্লেকেলেতে গত রাতে শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন বিষ্ণুই। ভারতীয় রিস্ট স্পিনারের রেটিং পয়েন্ট ৬৩৫। ৭১৮ ও ৬৭৫ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো এক ও দুইয়ে আদিল রশিদ ও অ্যানরিখ নরকীয়া। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রশিদ খান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫