ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।
আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।
ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন।
গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে ।
বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।
ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।
আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।
ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন।
গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে ।
বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫