যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড একমাত্র টেস্ট দেখে অনেকের এ কথা মনে হওয়া স্বাভাবিক। যে ঐতিহাসিক টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল, সেই টেস্ট মাঠেই গড়াতে পারল না। এতে করে একটি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাল ম্যাচটি।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের পঞ্চম দিনের খেলা। সান্ত্বনা হিসেবে একটা দিন যদি খেলা হয়। তবে মাঝরাতের বৃষ্টিতে মাঠের অবস্থা বেহাল হয়ে যায়। বাংলাদেশ সময় সকাল ৯টায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বার্তায় শেষ দিনের খেলা বাতিলের ঘোষণা দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়েছে, ‘এখনো বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডায় এবং মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড পঞ্চম দিনের খেলা ম্যাচ কর্মকর্তারা পরিত্যক্ত ঘোষণা করেছেন।’ এ নিয়ে টেস্ট ইতিহাসে কোনো বল না গড়িয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটে একই ঘটনা। এবারও সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে দুটি করে টেস্ট পরিত্যক্তের ঘটনা ঘটে ওল্ড ট্রাফোর্ড ও ডানেডিনের ক্যারিসবুকে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), গায়ানা, ফয়সালাবাদ ও নয়ডায়।
বৈরী আবহাওয়া তো বটেই, গ্রেটার নয়ডার মাঠের অবস্থাও ভালো নয়। ৯ সেপ্টেম্বর প্রথম দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। তবে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝরাতের বৃষ্টিতে আউটফিল্ডের খুব বাজে অবস্থা হয়ে যায়। দফায় দফায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার পরও সুফল মেলেনি। সে কারণে পরদিন সকাল ১০টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দিনেও ঘটে প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি। নয়ডার রৌদ্রোকরোজ্জ্বল আবহাওয়ায় ১০ সেপ্টেম্বর মাঠের মিড উইকেট অংশ খোঁড়া হয়েছে। ফ্যানের বাতাসও দেওয়া হয়, তবু মাঠ ঠিক করা যায়নি। ড্রেনেজ ব্যবস্থাপনা বাজে থাকার কারণেই মূলত এমন ঘটনা।
মাঠের বেহাল দশা দেখে এসিবির এক কর্মকর্তা ক্ষোভ ঝেড়েছিলেন। হতাশ হওয়াটাই যে স্বাভাবিক। কারণ নিউজিল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে বারবার এসেও দেখেছিলেন যে খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। পরের টানা তিন দিন (তৃতীয় থেকে পঞ্চম দিন) খেলা বাতিল হয়েছে সকালে মুষলধারে বৃষ্টির কারণে।
টেস্টে কোনো বল না হয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা
ম্যাচ ভেন্যু সাল
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৮৯০
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৯৩৮
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯৭০
নিউজিল্যান্ড-পাকিস্তান ডানেডিন ১৯৮৯
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড গায়ানা ১৯৯০
পাকিস্তান-জিম্বাবুয়ে ফয়সালাবাদ ১৯৯৮
নিউজিল্যান্ড-ভারত ডানেডিন ১৯৯৮
আফগানিস্তান-নিউজিল্যান্ড নয়ডা ২০২৪
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড একমাত্র টেস্ট দেখে অনেকের এ কথা মনে হওয়া স্বাভাবিক। যে ঐতিহাসিক টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল, সেই টেস্ট মাঠেই গড়াতে পারল না। এতে করে একটি বিব্রতকর রেকর্ডেও নাম লেখাল ম্যাচটি।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের পঞ্চম দিনের খেলা। সান্ত্বনা হিসেবে একটা দিন যদি খেলা হয়। তবে মাঝরাতের বৃষ্টিতে মাঠের অবস্থা বেহাল হয়ে যায়। বাংলাদেশ সময় সকাল ৯টায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বার্তায় শেষ দিনের খেলা বাতিলের ঘোষণা দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়েছে, ‘এখনো বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডায় এবং মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড পঞ্চম দিনের খেলা ম্যাচ কর্মকর্তারা পরিত্যক্ত ঘোষণা করেছেন।’ এ নিয়ে টেস্ট ইতিহাসে কোনো বল না গড়িয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটে একই ঘটনা। এবারও সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে দুটি করে টেস্ট পরিত্যক্তের ঘটনা ঘটে ওল্ড ট্রাফোর্ড ও ডানেডিনের ক্যারিসবুকে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), গায়ানা, ফয়সালাবাদ ও নয়ডায়।
বৈরী আবহাওয়া তো বটেই, গ্রেটার নয়ডার মাঠের অবস্থাও ভালো নয়। ৯ সেপ্টেম্বর প্রথম দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। তবে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝরাতের বৃষ্টিতে আউটফিল্ডের খুব বাজে অবস্থা হয়ে যায়। দফায় দফায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার পরও সুফল মেলেনি। সে কারণে পরদিন সকাল ১০টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দিনেও ঘটে প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি। নয়ডার রৌদ্রোকরোজ্জ্বল আবহাওয়ায় ১০ সেপ্টেম্বর মাঠের মিড উইকেট অংশ খোঁড়া হয়েছে। ফ্যানের বাতাসও দেওয়া হয়, তবু মাঠ ঠিক করা যায়নি। ড্রেনেজ ব্যবস্থাপনা বাজে থাকার কারণেই মূলত এমন ঘটনা।
মাঠের বেহাল দশা দেখে এসিবির এক কর্মকর্তা ক্ষোভ ঝেড়েছিলেন। হতাশ হওয়াটাই যে স্বাভাবিক। কারণ নিউজিল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে বারবার এসেও দেখেছিলেন যে খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। পরের টানা তিন দিন (তৃতীয় থেকে পঞ্চম দিন) খেলা বাতিল হয়েছে সকালে মুষলধারে বৃষ্টির কারণে।
টেস্টে কোনো বল না হয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা
ম্যাচ ভেন্যু সাল
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৮৯০
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৯৩৮
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯৭০
নিউজিল্যান্ড-পাকিস্তান ডানেডিন ১৯৮৯
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড গায়ানা ১৯৯০
পাকিস্তান-জিম্বাবুয়ে ফয়সালাবাদ ১৯৯৮
নিউজিল্যান্ড-ভারত ডানেডিন ১৯৯৮
আফগানিস্তান-নিউজিল্যান্ড নয়ডা ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে