নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরোয়া ক্রিকেটে বরাবরই হাসে এনামুল হক বিজয়ের ব্যাট। তা হোক লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণির টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে এক সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৭০০ রান করে তিনি। যা তাঁকে এনে দেয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ।
আন্তর্জাতিক ক্রিকেটে এলেই যেন নড়বড়ে হয়ে পড়েন বিজয়। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে খেলার সুযোগ পেলেও তাঁর ব্যাট থেকে ১৯ রানই ছিল সর্বোচ্চ। দুই ইনিংসে ফেরেন খালি হাতে, বাকি এক ইনিংসে শুধু ৪ রান করেছেন। ক্রমাগত ব্যর্থ হওয়ার পরও কেন টেস্ট দলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। জবাবে শান্ত টেনে আনলেন ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান।
বিজয়ের প্রসঙ্গে সদ্য টেস্ট অধিনায়কত্ব ছাড়া শান্ত বলেন, ‘প্রথম শ্রেণিতে ৯০০০ হাজার রান—২৪ সেঞ্চুরি, ৪৯ ফিফটি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকের আমরা কেন দলে নেব না। ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল।’
বিজয় টেস্ট খেলতে নেমেছেন ৩ বছর পর। আগের ছয় টেস্টেও বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর অভিজ্ঞতার খোঁজে বিজয়কে বেছে নেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের ওপেনাররা কয়েক বছর ধরে খুব সংগ্রাম করছিল। জয়-জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে। পরে আর সেভাবে দলে অবদান রাখতে পারেনি। আমরা এই রকম একজন অভিজ্ঞ ক্রিকেটার খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কিনা একটু অভিজ্ঞ এই ফরম্যাটে। এটা আমার চিন্তা ছিল।’
বিজয়ের ঘাড়ে দোষ না দিয়ে দলীয় ব্যর্থতাকে বড় করে দেখলেন শান্ত, ‘খুবই দুর্ভাগ্যজনক তিনি রান করতে পারেননি। সুযোগ ছিল। এটা তাঁর জন্য হতাশার। আমি এখনো বিশ্বাস করি সামনে যদি সুযোগ আসে তখন তিনি ভালো কিছু করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, তাঁর ওপর দোষ দেওয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা ভালো খেলিনি।’
ঘরোয়া ক্রিকেটে বরাবরই হাসে এনামুল হক বিজয়ের ব্যাট। তা হোক লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণির টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে এক সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৭০০ রান করে তিনি। যা তাঁকে এনে দেয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ।
আন্তর্জাতিক ক্রিকেটে এলেই যেন নড়বড়ে হয়ে পড়েন বিজয়। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে খেলার সুযোগ পেলেও তাঁর ব্যাট থেকে ১৯ রানই ছিল সর্বোচ্চ। দুই ইনিংসে ফেরেন খালি হাতে, বাকি এক ইনিংসে শুধু ৪ রান করেছেন। ক্রমাগত ব্যর্থ হওয়ার পরও কেন টেস্ট দলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। জবাবে শান্ত টেনে আনলেন ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান।
বিজয়ের প্রসঙ্গে সদ্য টেস্ট অধিনায়কত্ব ছাড়া শান্ত বলেন, ‘প্রথম শ্রেণিতে ৯০০০ হাজার রান—২৪ সেঞ্চুরি, ৪৯ ফিফটি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকের আমরা কেন দলে নেব না। ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল।’
বিজয় টেস্ট খেলতে নেমেছেন ৩ বছর পর। আগের ছয় টেস্টেও বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর অভিজ্ঞতার খোঁজে বিজয়কে বেছে নেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের ওপেনাররা কয়েক বছর ধরে খুব সংগ্রাম করছিল। জয়-জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে। পরে আর সেভাবে দলে অবদান রাখতে পারেনি। আমরা এই রকম একজন অভিজ্ঞ ক্রিকেটার খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কিনা একটু অভিজ্ঞ এই ফরম্যাটে। এটা আমার চিন্তা ছিল।’
বিজয়ের ঘাড়ে দোষ না দিয়ে দলীয় ব্যর্থতাকে বড় করে দেখলেন শান্ত, ‘খুবই দুর্ভাগ্যজনক তিনি রান করতে পারেননি। সুযোগ ছিল। এটা তাঁর জন্য হতাশার। আমি এখনো বিশ্বাস করি সামনে যদি সুযোগ আসে তখন তিনি ভালো কিছু করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, তাঁর ওপর দোষ দেওয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা ভালো খেলিনি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫