ক্রীড়া ডেস্ক
দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ৫৭ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার ওমায়ের ইউসুফ। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১৬ রান করেন তিনি। সায়েম আইয়ুব ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি শুরুর ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। দেখেশুনে ব্যাটিং করে ৩১ বলে ৩৯ রান যোগ করেন দুজনে।
থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সায়েম। অষ্টম ওভারে ফেরেন ১৮ বলে ২৪ রান করে। তৃতীয় উইকেটে সালমান ও উসমান ৩৪ রানের আরেকটি জুটি গড়েন। ৩০ বলে ৩৯ রানে আউট হন উসমান। তারপরই ফেরেন সালমান। অধিনায়কত্বের অভিষেকে ১৮ বলে করেছেন ১৩ রান।
পঞ্চম উইকেটে মূলত ৩৪ বলে ৬৫ রানে দুর্দান্ত এক জুটি গড়ে দলে স্কোর দেড় শ পার করে দেন মোহাম্মদ ইরফান খান ও তায়্যেব তাহির। তায়্যেব ১৫ বলে ৩৯ ও ইরফান ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়েছেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে আবরারের ঘূর্ণি জাদুতে ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ফেরেন সমান ৬ রান করে। দুজনকেই বোল্ড করেন আবরার। চাপেরমুখে পাল্টা আক্রমণ চালান রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। ৩৩ বলে ৫৯ রান যোগ করেন তাঁরা তৃতীয় উইকেটে।
রাজা ও মারুমানি আউট হলেই জয়ের আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ২০ বলে ৩৩ রান করেন মারুমানি। রাজার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা সুফিয়ানের ঘূর্ণি ও হারিস রউফের তোপেরমুখে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ১৫.৩ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১০৮ রানে। সুফিয়ান ২০ রানে তিনটি, আবরার ২৮ রানে তিনটি ও হারিস ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন।
দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ৫৭ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার ওমায়ের ইউসুফ। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১৬ রান করেন তিনি। সায়েম আইয়ুব ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি শুরুর ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। দেখেশুনে ব্যাটিং করে ৩১ বলে ৩৯ রান যোগ করেন দুজনে।
থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সায়েম। অষ্টম ওভারে ফেরেন ১৮ বলে ২৪ রান করে। তৃতীয় উইকেটে সালমান ও উসমান ৩৪ রানের আরেকটি জুটি গড়েন। ৩০ বলে ৩৯ রানে আউট হন উসমান। তারপরই ফেরেন সালমান। অধিনায়কত্বের অভিষেকে ১৮ বলে করেছেন ১৩ রান।
পঞ্চম উইকেটে মূলত ৩৪ বলে ৬৫ রানে দুর্দান্ত এক জুটি গড়ে দলে স্কোর দেড় শ পার করে দেন মোহাম্মদ ইরফান খান ও তায়্যেব তাহির। তায়্যেব ১৫ বলে ৩৯ ও ইরফান ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়েছেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে আবরারের ঘূর্ণি জাদুতে ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ফেরেন সমান ৬ রান করে। দুজনকেই বোল্ড করেন আবরার। চাপেরমুখে পাল্টা আক্রমণ চালান রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। ৩৩ বলে ৫৯ রান যোগ করেন তাঁরা তৃতীয় উইকেটে।
রাজা ও মারুমানি আউট হলেই জয়ের আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ২০ বলে ৩৩ রান করেন মারুমানি। রাজার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা সুফিয়ানের ঘূর্ণি ও হারিস রউফের তোপেরমুখে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ১৫.৩ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১০৮ রানে। সুফিয়ান ২০ রানে তিনটি, আবরার ২৮ রানে তিনটি ও হারিস ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫