তালেবানদের অভ্যুত্থানে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর তালেবানরা যখন ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান–মোহাম্মদ নবীদের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-তে আছে আফগানিস্তান। রশিদ খানদের তাই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল।
কিন্তু আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানে তালেবানরা দায়িত্ব নিলে ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি ব্যাহত হতে পারে। এরই মধ্যে আফগানিস্তানের পাঁচটি স্টেডিয়ামের তিনটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে।
মাজার-ই-শরিফের বালখ ক্রিকেট স্টেডিয়ামের নিয়ন্ত্রণে নিতে তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াই করছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বর্তমানে বন্ধ। আর জালালাবাদের গাজী আমানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে।
আফগানিস্তান জাতীয় দলে বেশির ভাগ ক্রিকেটার কাবুল স্টেডিয়ামে অনুশীলন করেন। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া ক্রিকেটাররা এখন নিজেদের ও তাদের পরিবার রক্ষা করতেই ব্যস্ত। রশিদ–নবীরা বিশ্বকাপের প্রস্তুতি কবে শুরু করবেন সেটিও এই মুহূর্তে অনিশ্চিত।
তালেবানদের অভ্যুত্থানে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর তালেবানরা যখন ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান–মোহাম্মদ নবীদের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-তে আছে আফগানিস্তান। রশিদ খানদের তাই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল।
কিন্তু আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানে তালেবানরা দায়িত্ব নিলে ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি ব্যাহত হতে পারে। এরই মধ্যে আফগানিস্তানের পাঁচটি স্টেডিয়ামের তিনটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে।
মাজার-ই-শরিফের বালখ ক্রিকেট স্টেডিয়ামের নিয়ন্ত্রণে নিতে তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াই করছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বর্তমানে বন্ধ। আর জালালাবাদের গাজী আমানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে।
আফগানিস্তান জাতীয় দলে বেশির ভাগ ক্রিকেটার কাবুল স্টেডিয়ামে অনুশীলন করেন। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া ক্রিকেটাররা এখন নিজেদের ও তাদের পরিবার রক্ষা করতেই ব্যস্ত। রশিদ–নবীরা বিশ্বকাপের প্রস্তুতি কবে শুরু করবেন সেটিও এই মুহূর্তে অনিশ্চিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫