অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানারআপ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ও দক্ষিণ আফ্রিকার আছেন ৩ ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট আছেন এই দলে। উলভার্ট ছাড়া প্রোটিয়া দলের বাকি দুই ক্রিকেটার হলেন শবনিম ইসমাইল ও তাজমিন ব্রিটজ। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ব্রান্ট এই দলকে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এই দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
হিলির পাশাপাশি অস্ট্রেলিয়ার দুই সেরা বোলার মেগান শুট ও ডার্সি ব্রাউন আছেন এই দলে। বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করা অজি ক্রিকেটার অ্যাশলে গার্ডনার এই দলে জায়গা পেয়েছেন। তৃতীয় সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। ব্রান্ট ছাড়া বাকি ইংলিশ ক্রিকেটার হলেন সর্বোচ্চ উইকেটশিকারী সোফি এক্লেস্টন। একজন করে ক্রিকেটার আছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। আইরিশ অলরাউন্ডার ওর্লা প্রেন্ডারগার্স্ট জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল:
১। তাজমিন ব্রিটজ (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ১৮৬ রান; গড়: ৩৭.২০; স্ট্রাইক রেট: ১০৩.৯১; সর্বোচ্চ: ৬৮; ফিফটি: ২
২। অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) (উইকেটরক্ষক) :
৫ ম্যাচ; ১৮৯ রান; গড়: ৪৭.২৫; স্ট্রাইক রেট: ১১৫.৯৫; সর্বোচ্চ: ৫৫; ফিফটি: ২
৩। লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ২৩০ রান; গড়: ৪৬; স্ট্রাইক রেট: ১০৬.৪৮; সর্বোচ্চ: ৬৬ *; ফিফটি: ৩
৪। ন্যাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড) (অধিনায়ক) :
৫ ম্যাচ; ২১৬ রান; গড়: ৭২; স্ট্রাইক রেট: ১৪১.১৭; সর্বোচ্চ: ৮১ *; ফিফটি: ২; ১ উইকেট; ইকোনমি: ৬.৮০; সেরা বোলিং: ১ /৪
৫। অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) :
৬ ম্যাচ; ১১০ রান; গড়: ৩৬.৬৭; স্ট্রাইক রেট: ১১৯.৫৬; সর্বোচ্চ: ৩১; ১০ উইকেট; ইকোনমি: ৬.২৫; সেরা বোলিং: ৫ / ১২
৬। রিচা ঘোষ (ভারত) :
৫ ম্যাচ; ১৩৬ রান; গড়: ৬৮.০০; স্ট্রাইক রেট: ১৩০.৭৬; সর্বোচ্চ: ৪৭ *; ক্যাচ: ৫; স্টাম্পিং: ২
৭। সোফি এক্লেস্টন (ইংল্যান্ড) :
৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৪.১৫; সেরা বোলিং: ৩ / ১৩
৮। ক্যারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ) :
৩ ম্যাচ; ৫ উইকেট; ইকোনমি: ৪.১৭; সেরা বোলিং: ২ / ১৪
৯। শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
৬ ম্যাচ; ৮ উইকেট; ইকোনমি: ৫.৮৬; সেরা বোলিং: ৩ / ২৭
১০। ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ৭ উইকেট; ইকোনমি: ৫.০০; সেরা বোলিং: ২ / ১৮
১১। মেগান শুট (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৬.১৩; সেরা বোলিং: ৪ / ২৪
দ্বাদশ ক্রিকেটার: ওর্লা প্রেন্ডারগার্স্ট (আয়ারল্যান্ড)
৪ ম্যাচ; ১০৯ রান; গড়: ২৭.২৫; স্ট্রাইক রেট: ১২৫.২৮; সর্বোচ্চ: ৬১; ফিফটি: ১; ৩ উইকেট; ইকোনমি: ৬.০০; সেরা বোলিং: ২/২২
অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানারআপ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ও দক্ষিণ আফ্রিকার আছেন ৩ ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট আছেন এই দলে। উলভার্ট ছাড়া প্রোটিয়া দলের বাকি দুই ক্রিকেটার হলেন শবনিম ইসমাইল ও তাজমিন ব্রিটজ। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ব্রান্ট এই দলকে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এই দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
হিলির পাশাপাশি অস্ট্রেলিয়ার দুই সেরা বোলার মেগান শুট ও ডার্সি ব্রাউন আছেন এই দলে। বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করা অজি ক্রিকেটার অ্যাশলে গার্ডনার এই দলে জায়গা পেয়েছেন। তৃতীয় সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। ব্রান্ট ছাড়া বাকি ইংলিশ ক্রিকেটার হলেন সর্বোচ্চ উইকেটশিকারী সোফি এক্লেস্টন। একজন করে ক্রিকেটার আছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। আইরিশ অলরাউন্ডার ওর্লা প্রেন্ডারগার্স্ট জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল:
১। তাজমিন ব্রিটজ (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ১৮৬ রান; গড়: ৩৭.২০; স্ট্রাইক রেট: ১০৩.৯১; সর্বোচ্চ: ৬৮; ফিফটি: ২
২। অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) (উইকেটরক্ষক) :
৫ ম্যাচ; ১৮৯ রান; গড়: ৪৭.২৫; স্ট্রাইক রেট: ১১৫.৯৫; সর্বোচ্চ: ৫৫; ফিফটি: ২
৩। লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ২৩০ রান; গড়: ৪৬; স্ট্রাইক রেট: ১০৬.৪৮; সর্বোচ্চ: ৬৬ *; ফিফটি: ৩
৪। ন্যাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড) (অধিনায়ক) :
৫ ম্যাচ; ২১৬ রান; গড়: ৭২; স্ট্রাইক রেট: ১৪১.১৭; সর্বোচ্চ: ৮১ *; ফিফটি: ২; ১ উইকেট; ইকোনমি: ৬.৮০; সেরা বোলিং: ১ /৪
৫। অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) :
৬ ম্যাচ; ১১০ রান; গড়: ৩৬.৬৭; স্ট্রাইক রেট: ১১৯.৫৬; সর্বোচ্চ: ৩১; ১০ উইকেট; ইকোনমি: ৬.২৫; সেরা বোলিং: ৫ / ১২
৬। রিচা ঘোষ (ভারত) :
৫ ম্যাচ; ১৩৬ রান; গড়: ৬৮.০০; স্ট্রাইক রেট: ১৩০.৭৬; সর্বোচ্চ: ৪৭ *; ক্যাচ: ৫; স্টাম্পিং: ২
৭। সোফি এক্লেস্টন (ইংল্যান্ড) :
৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৪.১৫; সেরা বোলিং: ৩ / ১৩
৮। ক্যারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ) :
৩ ম্যাচ; ৫ উইকেট; ইকোনমি: ৪.১৭; সেরা বোলিং: ২ / ১৪
৯। শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
৬ ম্যাচ; ৮ উইকেট; ইকোনমি: ৫.৮৬; সেরা বোলিং: ৩ / ২৭
১০। ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ৭ উইকেট; ইকোনমি: ৫.০০; সেরা বোলিং: ২ / ১৮
১১। মেগান শুট (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৬.১৩; সেরা বোলিং: ৪ / ২৪
দ্বাদশ ক্রিকেটার: ওর্লা প্রেন্ডারগার্স্ট (আয়ারল্যান্ড)
৪ ম্যাচ; ১০৯ রান; গড়: ২৭.২৫; স্ট্রাইক রেট: ১২৫.২৮; সর্বোচ্চ: ৬১; ফিফটি: ১; ৩ উইকেট; ইকোনমি: ৬.০০; সেরা বোলিং: ২/২২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫