Ajker Patrika

পিসিবির ওপর কেন চটেছেন রশিদ লতিফ

পিসিবির ওপর কেন চটেছেন রশিদ লতিফ

সোমবার শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম। এরই মধ্যে ট্রফি উন্মোচনও হয়ে গেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে ফিক্সিং নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন রশিদ লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ক্ষোভ ঝেরেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। 

টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি স্পন্সর হিসেবে বেছে নিয়েছে জুয়াড়ি কোম্পানিগুলোকে। করাচি কিংস টাইটেনিয়াম স্পন্সর হিসেবে চুক্তি করেছে ওয়ান এক্স ব্যাটের সঙ্গে। ওয়ান এক্স ব্যাট মূলত ম্যাচ নিয়ে বাজি ধরার ওয়েবসাইট। যেখানে পাকিস্তান, ভারত ও উপমহাদেশের অন্যান্য দেশে জুয়া নিষিদ্ধ। শুধু করাচিই নয়, লাহোর কালান্দার্সও জুয়ারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। মেলবেটের সঙ্গে চুক্তি করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

জুয়াড়ি কোম্পানিগুলো ফ্র্যাঞ্চাইজিগুলোর স্পন্সর হওয়ায় ক্ষেপেছেন রশিদ। একই সঙ্গে তিনি আসিফ আফ্রিদির নিষিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করেছেন। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার টুইট করেছেন, ‘আসিফ আফ্রিদি সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ। দুর্নীতির কারণে খেলোয়াড়েরা নিষিদ্ধ হচ্ছে কিন্তু ক্রিকেট কর্তৃপক্ষ জুয়াড়ি কোম্পানিগুলোকে ঘরোয়া ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করতে উৎসাহিত করছে।’ 

মুলতান সুলতানস-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে পিএসএল শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৯ মার্চ লাহোরে হবে পিএসএলের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত