২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে জলঘোলা যেন থামছেই না। টুর্নামেন্টের আর যখন ৫০ দিনও বাকি নেই, তখনো বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসার গুঞ্জন চলছে।
বিশ্বকাপ নিয়ে হায়দ্রাবাদ পুলিশ উদ্বেগ প্রকাশ করাতেই মূলত বিশ্বকাপের সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে হবে তিন ম্যাচ। ৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর ১০ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ ও ১০ অক্টোবর এ দুই ম্যাচ নিয়েই হায়দরাবাদ পুলিশের দুশ্চিন্তা। ক্রিকইনফো জানতে পেরেছে, গতকাল (শনিবার) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) হায়দরাবাদ পুলিশের বরাত দিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) জানিয়েছে যে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কি না, সে ব্যাপারে তারা (হায়দরাবাদ পুলিশ) উদ্বিগ্ন। এইচসিএকে বিসিসিআই জানিয়েছে যে তারা (বিসিসিআই) ব্যাপারটি খতিয়ে দেখবে। আরও জানা গেছে, যদি বিসিসিআই সূচি পরিবর্তন করতে না পারে, তাহলে নিরাপত্তা জোরদার করতে এইচসিএ চেষ্টা করবে।
বিশ্বকাপের সূচি এবার ঘোষণা করা হয়েছে এমনিই অনেক দেরিতে। ১০০ দিন আগে ২৭ জুন আইসিসি প্রকাশ করেছিল বিশ্বকাপের সূচি। এরপর ৯ আগস্ট টুর্নামেন্টের ৯ ম্যাচের সূচি বদলানো হয়েছিল। স্টেডিয়াম বদলানো না হলেও ম্যাচের তারিখ, সময় বদলে গিয়েছিল এই ম্যাচগুলোর, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের তিন ম্যাচ। আর ২৫ আগস্ট থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর এই মাঠেই হবে টুর্নামেন্টের ফাইনাল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে জলঘোলা যেন থামছেই না। টুর্নামেন্টের আর যখন ৫০ দিনও বাকি নেই, তখনো বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসার গুঞ্জন চলছে।
বিশ্বকাপ নিয়ে হায়দ্রাবাদ পুলিশ উদ্বেগ প্রকাশ করাতেই মূলত বিশ্বকাপের সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে হবে তিন ম্যাচ। ৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর ১০ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ ও ১০ অক্টোবর এ দুই ম্যাচ নিয়েই হায়দরাবাদ পুলিশের দুশ্চিন্তা। ক্রিকইনফো জানতে পেরেছে, গতকাল (শনিবার) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) হায়দরাবাদ পুলিশের বরাত দিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) জানিয়েছে যে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কি না, সে ব্যাপারে তারা (হায়দরাবাদ পুলিশ) উদ্বিগ্ন। এইচসিএকে বিসিসিআই জানিয়েছে যে তারা (বিসিসিআই) ব্যাপারটি খতিয়ে দেখবে। আরও জানা গেছে, যদি বিসিসিআই সূচি পরিবর্তন করতে না পারে, তাহলে নিরাপত্তা জোরদার করতে এইচসিএ চেষ্টা করবে।
বিশ্বকাপের সূচি এবার ঘোষণা করা হয়েছে এমনিই অনেক দেরিতে। ১০০ দিন আগে ২৭ জুন আইসিসি প্রকাশ করেছিল বিশ্বকাপের সূচি। এরপর ৯ আগস্ট টুর্নামেন্টের ৯ ম্যাচের সূচি বদলানো হয়েছিল। স্টেডিয়াম বদলানো না হলেও ম্যাচের তারিখ, সময় বদলে গিয়েছিল এই ম্যাচগুলোর, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের তিন ম্যাচ। আর ২৫ আগস্ট থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর এই মাঠেই হবে টুর্নামেন্টের ফাইনাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫