ক্রীড়া ডেস্ক
মাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সে রকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।
চোটের বিষয়টি লিটন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, চোট থেকে সেরে উঠতে তাঁর দুই সপ্তাহের মতো সময় লাগবে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে সত্যিই খুব উন্মুখ ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা ভিন্ন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। অনুশীলন সেশনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে, হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, আর সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’
পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে গিয়েছিলেন লিটন। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তাঁকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট টেস্টের দল। কিন্তু চোটে পড়ে এখন পিএসএলও খেলা হবে না লিটনের।
দেশের ফেরার কথা জানিয়ে লিটন আরও লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসকে জানাই শুভকামনা।’
মাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সে রকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।
চোটের বিষয়টি লিটন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, চোট থেকে সেরে উঠতে তাঁর দুই সপ্তাহের মতো সময় লাগবে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে সত্যিই খুব উন্মুখ ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা ভিন্ন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। অনুশীলন সেশনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে, হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, আর সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’
পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে গিয়েছিলেন লিটন। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তাঁকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট টেস্টের দল। কিন্তু চোটে পড়ে এখন পিএসএলও খেলা হবে না লিটনের।
দেশের ফেরার কথা জানিয়ে লিটন আরও লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসকে জানাই শুভকামনা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে