Ajker Patrika

অন্য দলও পাকিস্তানে আসতে ভয় পাবে, বলছেন আসিফ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১৫: ০৫
অন্য দলও পাকিস্তানে আসতে ভয় পাবে, বলছেন আসিফ

নিজেদের দেশেই এশিয়া কাপ আয়োজন করতে যখন সব রকম চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ঠিক তখনই ভিন্ন কথা শোনালেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সাবেক পেসারের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর দেশে আসতে যে কোনো দলই ভয় পাবে।

 ‘দ্য টুয়েলভ ম্যান’ নামে একটি ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন আসিফ। পাকিস্তানের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৬৫ উইকেটের মালিক বলেছেন, ‘মনে করি না পাকিস্তানে এশিয়া কাপ হবে। কারণ, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। এখানে আসতে যেকোনো দলই কিছুটা ভয় পাবে। তাই আমার ধারণা, এশিয়া কাপ শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে হতে পারে।’

এশিয়া কাপ নিয়ে সবার আগে ভিন্নমত পোষণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের বক্তব্য, পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। আর ভারতের না আসা মানে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই কম। তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিল পিসিবি। ভারত-পাকিস্তানের ম্যাচগুলো অন্য কোথাও হবে আর বাকি টুর্নামেন্ট পাকিস্তানে। কিন্তু এতেও সাড়া দেয়নি ভারত।

এমন কঠিন সময়েই নিজ দেশ সম্পর্কে মন্তব্য করে বসেছেন আসিফ। পিসিবি যখন দেশেই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে একের পর এক নতুন প্রস্তাব দিচ্ছে, তখন তাঁর এই মন্তব্য বোর্ডসহ অন্যরা কীভাবে দেখবেন সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত