ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে গলে সফরকারী অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯ উইকেটে। তাতে ২ টেস্টের সিরিজ স্টিভ স্মিথের দল জিতেছে ২-০ ব্যবধানে।
দ্বিতীয় ইনিংস শুরু করে আগের দিনই ৮ উইকেট খুইয়ে পরাজয়ের কিনারে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১১ রান তুললেও লিড ছিল মাত্র ৫৪। লঙ্কানদের ভরসা হয়ে ৪৮ রান নিয়ে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু আজ চতুর্থ দিনের শুরুতে তিনিও বেশি সময় টিকতে পারলেন না। ২ রান যোগ করে আউট হয়ে গেলেন নাথান লায়নের বলে। শেষ ব্যাটার লাহিরু কুমারাকে তুলে নিলেন ম্যাথু কুনেমান। তাতে ২৩১ রানে অলআউট শ্রীলঙ্কা। জয়ের জন্য অস্ট্রেলিয়া লক্ষ্য পায় ৭৫ রান।
ট্রাভিস হেডকে (২০) হারিয়ে যে লক্ষ্যে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন উসমান খাজা (২৭ *) ও মারনাস লাবুশেন (২৬ *)। ট্রাভিস হেডের উইকেটটি নেন প্রবাত জয়াসুরিয়া।
গত ১৪ বছরে শ্রীলঙ্কার মাটিতে এটাই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ জয়। এর আগে ২০১১ সালে লঙ্কানদের দেশে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
আগের দিন এই গল টেস্টে ৫৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নাথান লায়ন। আর আজ ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। লায়নের বলে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে তিন এই মাইলফলকে পা রাখেন। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তাঁর ওপরে আছেন তিনজন—রাহুল দ্রাবিড় (২১০), জো রুট (২০৭) ও মাহেলা জয়াবর্ধনে (২০৫)।
সিরিজের প্রথম টেস্টে নিজেদের সবচেয়ে বড় ইনিংস ব্যবধানে হারা শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টেও দৃঢ়তাপূর্ণ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ। প্রথম ইনিংসে তারা তুলতে পেরেছিল ২৫৭ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪১৪ রান। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও প্রথম ইনিংসের রানটাকেও পেরোতে পারেনি স্বাগতিকেরা। এটি ছিল দিমুথ করুনারত্নের শেষ টেস্ট। লঙ্কান দলের অনেক বিপর্যয়েই ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়া লঙ্কান এই ব্যাটারের শেষটা ভালো হলো না।
শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে গলে সফরকারী অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯ উইকেটে। তাতে ২ টেস্টের সিরিজ স্টিভ স্মিথের দল জিতেছে ২-০ ব্যবধানে।
দ্বিতীয় ইনিংস শুরু করে আগের দিনই ৮ উইকেট খুইয়ে পরাজয়ের কিনারে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১১ রান তুললেও লিড ছিল মাত্র ৫৪। লঙ্কানদের ভরসা হয়ে ৪৮ রান নিয়ে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু আজ চতুর্থ দিনের শুরুতে তিনিও বেশি সময় টিকতে পারলেন না। ২ রান যোগ করে আউট হয়ে গেলেন নাথান লায়নের বলে। শেষ ব্যাটার লাহিরু কুমারাকে তুলে নিলেন ম্যাথু কুনেমান। তাতে ২৩১ রানে অলআউট শ্রীলঙ্কা। জয়ের জন্য অস্ট্রেলিয়া লক্ষ্য পায় ৭৫ রান।
ট্রাভিস হেডকে (২০) হারিয়ে যে লক্ষ্যে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন উসমান খাজা (২৭ *) ও মারনাস লাবুশেন (২৬ *)। ট্রাভিস হেডের উইকেটটি নেন প্রবাত জয়াসুরিয়া।
গত ১৪ বছরে শ্রীলঙ্কার মাটিতে এটাই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ জয়। এর আগে ২০১১ সালে লঙ্কানদের দেশে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
আগের দিন এই গল টেস্টে ৫৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নাথান লায়ন। আর আজ ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। লায়নের বলে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে তিন এই মাইলফলকে পা রাখেন। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তাঁর ওপরে আছেন তিনজন—রাহুল দ্রাবিড় (২১০), জো রুট (২০৭) ও মাহেলা জয়াবর্ধনে (২০৫)।
সিরিজের প্রথম টেস্টে নিজেদের সবচেয়ে বড় ইনিংস ব্যবধানে হারা শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টেও দৃঢ়তাপূর্ণ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ। প্রথম ইনিংসে তারা তুলতে পেরেছিল ২৫৭ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪১৪ রান। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও প্রথম ইনিংসের রানটাকেও পেরোতে পারেনি স্বাগতিকেরা। এটি ছিল দিমুথ করুনারত্নের শেষ টেস্ট। লঙ্কান দলের অনেক বিপর্যয়েই ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়া লঙ্কান এই ব্যাটারের শেষটা ভালো হলো না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫