বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান যাওয়ার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তবে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কিউইদের পাকিস্তান যাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফর এখনো বাতিল না করে দিলেও আগে পাকিস্তানে একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে তারা।
প্রতিবেশী দেশ হওয়ায় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়তে পারে পাকিস্তানে। যে কারণে হঠাৎ সফরটি ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। এখন নিরাপত্তা বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে মার্টিন গাপটিল–টম ল্যাথামদের পাকিস্তান সফর। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নিরাপত্তা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন রেগ ডিকাসন। তিনি জানিয়েছেন, পাকিস্তান সফরের দলে নাম থাকা কয়েকজন ক্রিকেটার সেখানে যেতে অনীহা প্রকাশ করায় আগে তাঁরা সেখানে যাবেন।
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় উদ্বিগ্ন এনজেডসির কর্মকর্তারাও। এ কারণেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক রেগ ডিকাসনের দ্বারস্থ হয়েছে বোর্ড। আগামী সপ্তাহের শেষ দিকে ডিকাসন তাঁর দল নিয়ে পাকিস্তান যাবেন। সেখানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তাঁরা।
সব ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। খেলা হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩ অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ড দল পাকিস্তানে অবস্থান করবে। ২০০৩ সালের পর এটিই হতে যাচ্ছে ব্ল্যাকক্যাপদের প্রথম পাকিস্তান সফর।
আসন্ন সিরিজ দুটি নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, ‘ডিকাসন নিয়মিত সফরের অংশ হিসেবেই পাকিস্তানে আসবেন। তিনি আইসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এখানকার নিরাপত্তা ও ক্রিকেট সম্পর্কিত সব বিষয় খতিয়ে দেখবেন। পিসিবি আগের চেয়ে ভালো প্রতিবেদন তাঁকে সরবরাহ করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। আফগানিস্তানের চলমান পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর নেই। আশা করি আমরা সেটি দেখাতে সক্ষম হব।’
বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান যাওয়ার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তবে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কিউইদের পাকিস্তান যাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফর এখনো বাতিল না করে দিলেও আগে পাকিস্তানে একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে তারা।
প্রতিবেশী দেশ হওয়ায় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়তে পারে পাকিস্তানে। যে কারণে হঠাৎ সফরটি ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। এখন নিরাপত্তা বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে মার্টিন গাপটিল–টম ল্যাথামদের পাকিস্তান সফর। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নিরাপত্তা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন রেগ ডিকাসন। তিনি জানিয়েছেন, পাকিস্তান সফরের দলে নাম থাকা কয়েকজন ক্রিকেটার সেখানে যেতে অনীহা প্রকাশ করায় আগে তাঁরা সেখানে যাবেন।
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় উদ্বিগ্ন এনজেডসির কর্মকর্তারাও। এ কারণেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক রেগ ডিকাসনের দ্বারস্থ হয়েছে বোর্ড। আগামী সপ্তাহের শেষ দিকে ডিকাসন তাঁর দল নিয়ে পাকিস্তান যাবেন। সেখানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তাঁরা।
সব ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। খেলা হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩ অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ড দল পাকিস্তানে অবস্থান করবে। ২০০৩ সালের পর এটিই হতে যাচ্ছে ব্ল্যাকক্যাপদের প্রথম পাকিস্তান সফর।
আসন্ন সিরিজ দুটি নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, ‘ডিকাসন নিয়মিত সফরের অংশ হিসেবেই পাকিস্তানে আসবেন। তিনি আইসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এখানকার নিরাপত্তা ও ক্রিকেট সম্পর্কিত সব বিষয় খতিয়ে দেখবেন। পিসিবি আগের চেয়ে ভালো প্রতিবেদন তাঁকে সরবরাহ করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। আফগানিস্তানের চলমান পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর নেই। আশা করি আমরা সেটি দেখাতে সক্ষম হব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫