ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে