ক্রীড়া ডেস্ক
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়লেন। তারপর থেকেই এ আলোচনা। হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট ছিলেন আলোচনায়। অবশেষে জানা গেল ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেই হারায় ইংল্যান্ড। গ্রুপপর্ব উতরাতে পারেনি তারা। বাটলারের পর এবার ব্রুকে আস্থা রেখেছে ইসিবি। নেতৃত্ব পেয়ে ২৬ বছর বয়সী এ ব্যাটার বললেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা পাওয়াটা সত্যিই আমার জন্য এক বড় সম্মানের। আমি যখন ছোট ছিলাম এবং বার্লি ইন হোয়ার্ফডেলে ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে খেলার, আর একদিন হয়তো দলের নেতৃত্ব দেওয়ার। এখন সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।’
নিজের বর্তমান অবস্থানের জন্য পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুক, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিটি ধাপে আমাকে সমর্থন করেছেন। তাদের বিশ্বাসই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
উচ্ছ্বসিত ব্রুক বললেন, ‘এই দেশে অনেক প্রতিভা আছে। আমি মুখিয়ে আছি শুরু করতে, দলকে এগিয়ে নিতে এবং সিরিজ, বিশ্বকাপ ও অন্যান্য বড় ইভেন্ট জয়ের জন্য কাজ করতে। আমি শুরু করার জন্য খুবই উচ্ছ্বসিত এবং আমি আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’ ব্রুক ইংল্যান্ডের হয়ে ২৬ ম্যাচ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক।
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়লেন। তারপর থেকেই এ আলোচনা। হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট ছিলেন আলোচনায়। অবশেষে জানা গেল ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেই হারায় ইংল্যান্ড। গ্রুপপর্ব উতরাতে পারেনি তারা। বাটলারের পর এবার ব্রুকে আস্থা রেখেছে ইসিবি। নেতৃত্ব পেয়ে ২৬ বছর বয়সী এ ব্যাটার বললেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা পাওয়াটা সত্যিই আমার জন্য এক বড় সম্মানের। আমি যখন ছোট ছিলাম এবং বার্লি ইন হোয়ার্ফডেলে ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে খেলার, আর একদিন হয়তো দলের নেতৃত্ব দেওয়ার। এখন সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।’
নিজের বর্তমান অবস্থানের জন্য পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুক, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিটি ধাপে আমাকে সমর্থন করেছেন। তাদের বিশ্বাসই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
উচ্ছ্বসিত ব্রুক বললেন, ‘এই দেশে অনেক প্রতিভা আছে। আমি মুখিয়ে আছি শুরু করতে, দলকে এগিয়ে নিতে এবং সিরিজ, বিশ্বকাপ ও অন্যান্য বড় ইভেন্ট জয়ের জন্য কাজ করতে। আমি শুরু করার জন্য খুবই উচ্ছ্বসিত এবং আমি আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’ ব্রুক ইংল্যান্ডের হয়ে ২৬ ম্যাচ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে