নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩ বিশ্বকাপের শেষে তিন ওয়ানডে থেকে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তখন চোটে ছিটকে গেছেন। তবে সেই থেকে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্তই।
নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন শান্ত। যার ফলে অধিনায়ক হিসেবে শান্তকে বেশ মনে ধরেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও।
শান্তর অধিনায়কত্বে এরই মধ্যে ৩টি ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। নিজেদের মাঠে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে। সিলেট টেস্টে ১৫০ রানে কিউইদের হারিয়েছে তারা। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে শান্তর নেতৃত্বে ‘ডেডলকও’ ভেঙেছে সফরকারীরা।
মাঠে শান্তর নেতৃত্ব, রিভিউ নেওয়ার ব্যাপারে দক্ষতা, দলকে চাঙা রাখা—সবকিছুই দারুণভাবে নজর কেড়েছে হাথুরুর। আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির পর বাংলাদেশ কোচ শান্তর অধিনায়কত্ব করার পক্ষে মত দিয়েছেন।
শান্তকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া উচিত কি না? ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেছেন, ‘অবশ্যই আমার মনে হয়, তারা (বোর্ড) এ ব্যাপারে ভাববে। এটা বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই। তবে শান্ত তার ব্যাপারে যথেষ্ট প্রমাণ রেখেছে, যেন তাকে (অধিনায়কত্বের জন্য) ভালোভাবে বিবেচনা করা হয়।’
নিউজিল্যান্ড কন্ডিশনে ম্যাচ জেতা যেকোনো দলের জন্যই কঠিন। সাকিব-তামিমদের ছাড়া সেখানে তারুণ্যনির্ভর বাংলাদেশ তো দারুণই খেলেছে। হাথুরু অবশ্য সিনিয়র ক্রিকেটারদের মেলাতে চাননি শান্তদের এমন সাফল্যে; বরং মুগ্ধতা প্রকাশ করেছেন তরুণদের অর্জনে, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের মানসিকতার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয়, তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ, তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে, তারা যথেষ্ট যোগ্য খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মনে হয়, এ জন্য তাদের মনে কোনো ভয় ছিল না।’
২০২৩ বিশ্বকাপের শেষে তিন ওয়ানডে থেকে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তখন চোটে ছিটকে গেছেন। তবে সেই থেকে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্তই।
নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন শান্ত। যার ফলে অধিনায়ক হিসেবে শান্তকে বেশ মনে ধরেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও।
শান্তর অধিনায়কত্বে এরই মধ্যে ৩টি ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। নিজেদের মাঠে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে। সিলেট টেস্টে ১৫০ রানে কিউইদের হারিয়েছে তারা। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে শান্তর নেতৃত্বে ‘ডেডলকও’ ভেঙেছে সফরকারীরা।
মাঠে শান্তর নেতৃত্ব, রিভিউ নেওয়ার ব্যাপারে দক্ষতা, দলকে চাঙা রাখা—সবকিছুই দারুণভাবে নজর কেড়েছে হাথুরুর। আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির পর বাংলাদেশ কোচ শান্তর অধিনায়কত্ব করার পক্ষে মত দিয়েছেন।
শান্তকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া উচিত কি না? ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেছেন, ‘অবশ্যই আমার মনে হয়, তারা (বোর্ড) এ ব্যাপারে ভাববে। এটা বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই। তবে শান্ত তার ব্যাপারে যথেষ্ট প্রমাণ রেখেছে, যেন তাকে (অধিনায়কত্বের জন্য) ভালোভাবে বিবেচনা করা হয়।’
নিউজিল্যান্ড কন্ডিশনে ম্যাচ জেতা যেকোনো দলের জন্যই কঠিন। সাকিব-তামিমদের ছাড়া সেখানে তারুণ্যনির্ভর বাংলাদেশ তো দারুণই খেলেছে। হাথুরু অবশ্য সিনিয়র ক্রিকেটারদের মেলাতে চাননি শান্তদের এমন সাফল্যে; বরং মুগ্ধতা প্রকাশ করেছেন তরুণদের অর্জনে, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের মানসিকতার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয়, তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ, তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে, তারা যথেষ্ট যোগ্য খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মনে হয়, এ জন্য তাদের মনে কোনো ভয় ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে