সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানকে গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। দুর্দান্ত এক জয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনও বাবর আজমের দলকে শুনতে হলো দুঃসংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল বাবরের দল। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে এই শাস্তি দিয়েছেন। মাঠের আম্পায়ার পল উইলসন, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন বাবরের দলকে এমন অভিযোগে অভিযুক্ত করেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বেঙ্গালুরুতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে থাকা পাকিস্তানের ইনিংসে বৃষ্টি দুইবার বাগড়া দিয়েছিল। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তান ২০০ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ২১ রানে ম্যাচ জিতে যায় বাবরের দল। ৮ ম্যাচে ৪টি করে জয় ও পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। + ০.০৩৬ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ১১ নভেম্বর কলকাতায় নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতলে হবে ১০ পয়েন্ট। সেমিফাইনালে উঠতে বাবরের দলকে নির্ভর করতে হবে অনেক সমীকরণের ওপর।
এবারের বিশ্বকাপে এর আগেও আরেকবার জরিমানা গুনেছিল পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ফির ২০ শতাংম জরিমানা গুনতে হয়েছিল বাবরের দলকে। চেন্নাইতে গত ২৭ অক্টোবর নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার কম করেছিল পাকিস্তান।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানকে গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। দুর্দান্ত এক জয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনও বাবর আজমের দলকে শুনতে হলো দুঃসংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল বাবরের দল। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে এই শাস্তি দিয়েছেন। মাঠের আম্পায়ার পল উইলসন, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন বাবরের দলকে এমন অভিযোগে অভিযুক্ত করেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বেঙ্গালুরুতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে থাকা পাকিস্তানের ইনিংসে বৃষ্টি দুইবার বাগড়া দিয়েছিল। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তান ২০০ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ২১ রানে ম্যাচ জিতে যায় বাবরের দল। ৮ ম্যাচে ৪টি করে জয় ও পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। + ০.০৩৬ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ১১ নভেম্বর কলকাতায় নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতলে হবে ১০ পয়েন্ট। সেমিফাইনালে উঠতে বাবরের দলকে নির্ভর করতে হবে অনেক সমীকরণের ওপর।
এবারের বিশ্বকাপে এর আগেও আরেকবার জরিমানা গুনেছিল পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ফির ২০ শতাংম জরিমানা গুনতে হয়েছিল বাবরের দলকে। চেন্নাইতে গত ২৭ অক্টোবর নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার কম করেছিল পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫