নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।
ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।
অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।
মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।
সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।
ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।
অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।
মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।
সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে