হেসেখেলেই ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। গতকাল শ্রীলঙ্কার ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকদের পুরোপুরি বিধ্বস্ত করেছে রোহিত শর্মার দল। তবে নামটা গৌতম গম্ভীর বলে কথা। এশিয়া কাপ জয়ের দিনেও চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটারকে আকার-ইঙ্গিতে খোঁচাই দিয়েছেন গম্ভীর।
এশিয়া কাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। ২০১৮ তে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ দুই এশিয়া কাপ জয়ই এসেছে রোহিতের নেতৃত্বে। তাছাড়া ভারতীয় ব্যাটারের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন বিরাট কোহলিকেই খোঁচা মেরেছেন গম্ভীর। কেননা কোহলির নেতৃত্বে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ন হয়নি। এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গম্ভীর ফাইনাল শেষে বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নাই। সে পাঁচবার আইপিএল জিতেছে। অনেকের তো একটাও (আইপিএল) নেই।’
এশিয়া কাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এবারের বিশ্বকাপ রোহিতের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করেন গম্ভীর। কেননা ২০১৩ সালে সর্বশেষ আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘তার আসল পরীক্ষা হবে সামনের ১৫ দিনে। ড্রেসিংরুমে ১৫-১৮ জন সেরা ক্রিকেটার আছে। যদি তারা ঠিকমতো খেলতে না পারে, তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে। অধিনায়কেরা ব্যর্থ হলে প্রশ্ন উঠবেই। বিরাট কোহলি প্রশ্নের মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে মুখোমুখি হয়েছেন রাহুল দ্রাবিড়ও। যদি ২০২৩ বিশ্বকাপে ভারত কিছু করতে না পারে, তাহলে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে।’
হেসেখেলেই ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। গতকাল শ্রীলঙ্কার ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকদের পুরোপুরি বিধ্বস্ত করেছে রোহিত শর্মার দল। তবে নামটা গৌতম গম্ভীর বলে কথা। এশিয়া কাপ জয়ের দিনেও চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটারকে আকার-ইঙ্গিতে খোঁচাই দিয়েছেন গম্ভীর।
এশিয়া কাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। ২০১৮ তে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ দুই এশিয়া কাপ জয়ই এসেছে রোহিতের নেতৃত্বে। তাছাড়া ভারতীয় ব্যাটারের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন বিরাট কোহলিকেই খোঁচা মেরেছেন গম্ভীর। কেননা কোহলির নেতৃত্বে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ন হয়নি। এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গম্ভীর ফাইনাল শেষে বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নাই। সে পাঁচবার আইপিএল জিতেছে। অনেকের তো একটাও (আইপিএল) নেই।’
এশিয়া কাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এবারের বিশ্বকাপ রোহিতের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করেন গম্ভীর। কেননা ২০১৩ সালে সর্বশেষ আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘তার আসল পরীক্ষা হবে সামনের ১৫ দিনে। ড্রেসিংরুমে ১৫-১৮ জন সেরা ক্রিকেটার আছে। যদি তারা ঠিকমতো খেলতে না পারে, তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে। অধিনায়কেরা ব্যর্থ হলে প্রশ্ন উঠবেই। বিরাট কোহলি প্রশ্নের মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে মুখোমুখি হয়েছেন রাহুল দ্রাবিড়ও। যদি ২০২৩ বিশ্বকাপে ভারত কিছু করতে না পারে, তাহলে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫