পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে পাকিস্তানিরা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টি, ঝড়, বজ্রপাত-সব মিলে ব্রিসবেনের বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা শুরু হতে দেয়নি। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ৭ ওভারে নেমে আসে। কম ওভারের ম্যাচেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ২৯ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই বলেই চার মারেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ঝড়ের ইঙ্গিত দেওয়া ফারহানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি স্পেনসার জনসন। ইনিংসের চতুর্থ বলে জনসনকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে হ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন ফারহান। এখান থেকেই পাকিস্তানের ইনিংসে ধস নামার শুরু। ১ উইকেটে ৮ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও নাথান এলিস।
শেষ ২২ বলে ৭০ রান-হাতে ৪ উইকেট নিয়ে এমন সমীকরণ পাকিস্তানের সামনে দাঁড়ালে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদি ও হাসিবউল্লাহ খান ১২ বলে ২৩ রানের জুটি গড়েন। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি। প্রথম ৭ উইকেটের ৭টাই ক্যাচ আউট। ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান। সপ্তম ওভারের শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দুটি উইকেটই বোল্ড। ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন আব্বাস আফ্রিদি। তিনটি করে উইকেট পেয়েছেন বার্টলেট ও এলিস।
ব্রিসবেনে গ্যাবায় প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। ৭ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে রাখা হয় দুই ওভারের। এই ২ ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। এমন তাণ্ডব ধরে রেখেছে শেষ বল পর্যন্ত। ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। যেখানে সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাসিম শাহর ওভার থেকে মার্কাস স্টয়নিস ২ চার ও ১ ছক্কায় একাই নিয়েছেন ২০ রান। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ম্যাক্সওয়েলের হাতে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে পাকিস্তানিরা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টি, ঝড়, বজ্রপাত-সব মিলে ব্রিসবেনের বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা শুরু হতে দেয়নি। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ৭ ওভারে নেমে আসে। কম ওভারের ম্যাচেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ২৯ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই বলেই চার মারেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ঝড়ের ইঙ্গিত দেওয়া ফারহানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি স্পেনসার জনসন। ইনিংসের চতুর্থ বলে জনসনকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে হ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন ফারহান। এখান থেকেই পাকিস্তানের ইনিংসে ধস নামার শুরু। ১ উইকেটে ৮ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও নাথান এলিস।
শেষ ২২ বলে ৭০ রান-হাতে ৪ উইকেট নিয়ে এমন সমীকরণ পাকিস্তানের সামনে দাঁড়ালে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদি ও হাসিবউল্লাহ খান ১২ বলে ২৩ রানের জুটি গড়েন। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি। প্রথম ৭ উইকেটের ৭টাই ক্যাচ আউট। ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান। সপ্তম ওভারের শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দুটি উইকেটই বোল্ড। ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন আব্বাস আফ্রিদি। তিনটি করে উইকেট পেয়েছেন বার্টলেট ও এলিস।
ব্রিসবেনে গ্যাবায় প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। ৭ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে রাখা হয় দুই ওভারের। এই ২ ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। এমন তাণ্ডব ধরে রেখেছে শেষ বল পর্যন্ত। ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। যেখানে সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাসিম শাহর ওভার থেকে মার্কাস স্টয়নিস ২ চার ও ১ ছক্কায় একাই নিয়েছেন ২০ রান। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ম্যাক্সওয়েলের হাতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫