নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫