নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ছন্দে ফিরেছেন বাবর আজম। তবে পুরনো অপবাদ যে তাঁর কিছুতেই পিছু ছাড়ছে না। তিনি রান করলেও পাকিস্তান জিততে পারছে না। হ্যামিলটনের সেডন পার্কে আজ আশার আলো জাগিয়েও হতাশ করেছেন বাবর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়েছেন টিম সাউদি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তিনি আসতে না আসতেইপাকিস্তান হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে ফেরান অ্যাডাম মিলনে। সাইম, রিজওয়ান—দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট হারালে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ২ উইকেটে ১০ রান।
দ্রুত ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ফখর জামান। বাবরের সঙ্গে মিলে বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন ফখর। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৮৭ রানের জুটি গড়েন ফখর ও বাবর। যেখানে ফখর বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি পেয়েছেন ২৩ বলে। তবে ফিফটির পর দ্রুত আউট হয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে ফখরকে বোল্ড করেন মিলনে। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন ফখর।
ফখরের আউটের পর পাকিস্তানের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৬২ বলে ৯৮ রান। আস্কিং রেট ৯.৪৮-এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন বাবর। ফিফটি করতে তাঁর লেগেছে ৩৬ বল। একটা পর্যায়ে পাকিস্তানের স্কোর ১৭ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান। ১৮ বলে ৪২ রান কঠিন হলেও একেবারে অসম্ভব ছিল না। তবে সফরকারীদের সব আশা-ভরসা যেন শেষ হয়ে যায় ১৮তম ওভারের প্রথম বলে। বেন সিয়ার্সের বল লেগ সাইডে ঘোরাতে যান বাবর। এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন সাউদি। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন বাবর। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান। এরপর জয়ের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা। ১৯.৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচসেরা হয়েছেন ফিন অ্যালেন। ৪১ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন নিউজিল্যান্ডের এই ওপেনার।
এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অ্যালেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। আব্বাস আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তবে রউফ, আব্বাস আফ্রিদি বেশ খরুচে ছিলেন এবং দুজনেই রান খরচ করেছেন ৩৮ ও ৪৩ রান। সবচেয়ে কম ৩০ রান দিয়েছেন শাহিন। তবে কোনো উইকেট তিনি পাননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ছন্দে ফিরেছেন বাবর আজম। তবে পুরনো অপবাদ যে তাঁর কিছুতেই পিছু ছাড়ছে না। তিনি রান করলেও পাকিস্তান জিততে পারছে না। হ্যামিলটনের সেডন পার্কে আজ আশার আলো জাগিয়েও হতাশ করেছেন বাবর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়েছেন টিম সাউদি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তিনি আসতে না আসতেইপাকিস্তান হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে ফেরান অ্যাডাম মিলনে। সাইম, রিজওয়ান—দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট হারালে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ২ উইকেটে ১০ রান।
দ্রুত ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ফখর জামান। বাবরের সঙ্গে মিলে বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন ফখর। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৮৭ রানের জুটি গড়েন ফখর ও বাবর। যেখানে ফখর বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি পেয়েছেন ২৩ বলে। তবে ফিফটির পর দ্রুত আউট হয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে ফখরকে বোল্ড করেন মিলনে। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন ফখর।
ফখরের আউটের পর পাকিস্তানের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৬২ বলে ৯৮ রান। আস্কিং রেট ৯.৪৮-এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন বাবর। ফিফটি করতে তাঁর লেগেছে ৩৬ বল। একটা পর্যায়ে পাকিস্তানের স্কোর ১৭ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান। ১৮ বলে ৪২ রান কঠিন হলেও একেবারে অসম্ভব ছিল না। তবে সফরকারীদের সব আশা-ভরসা যেন শেষ হয়ে যায় ১৮তম ওভারের প্রথম বলে। বেন সিয়ার্সের বল লেগ সাইডে ঘোরাতে যান বাবর। এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন সাউদি। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন বাবর। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান। এরপর জয়ের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা। ১৯.৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচসেরা হয়েছেন ফিন অ্যালেন। ৪১ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন নিউজিল্যান্ডের এই ওপেনার।
এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অ্যালেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। আব্বাস আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তবে রউফ, আব্বাস আফ্রিদি বেশ খরুচে ছিলেন এবং দুজনেই রান খরচ করেছেন ৩৮ ও ৪৩ রান। সবচেয়ে কম ৩০ রান দিয়েছেন শাহিন। তবে কোনো উইকেট তিনি পাননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫