ক্রীড়া ডেস্ক
পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ভারতের। কিন্তু বলের রং লাল থেকে যখন গোলাপি হলো, তখন ভারতের ভিন্ন রূপ দেখা গেল। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে অ্যাডিলেডে সফরকারীরা ২০০ রানও করতে পারেনি।
টেস্টে এক ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেট স্টার্ক নিয়েছেন পাঁচবার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-পাঁচ প্রতিপক্ষের বিপক্ষে করেছেন এমন কীর্তি। সেরা বোলিংটা আজ করেছেন অ্যাডিলেডে ভারতের বিপক্ষে। ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট। ভারত গুটিয়ে গেল ১৮০ রানে।
ইনিংসের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টার্ক। ০ রানে ১ উইকেট হারানো ভারতের ইনিংস মেরামতের দায়িত্ব নেন শুবমান গিল ও লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে ১১৩ বলে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গিল ও রাহুল। ১৯তম ওভারের চতুর্থ বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন স্টার্ক। ৬৪ বলে ৬ চারে ৩৭ রান করেন রাহুল।
দ্বিতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর হঠাৎই খেই হারিয়ে পড়ে ভারত। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০৯ রানে পরিণত হয় সফরকারীরা। বিরাট কোহলি করেছেন ৭ রান। অধিনায়ক রোহিত শর্মাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৩ বলে ৩ রান করে আউট হয়েছেন তিনি।এক ম্যাচ পর অধিনায়ক হিসেবে ফিরে তিনি ওপেনিং ছেড়ে ব্যাটিং করেছেন ৬ নম্বরে।
বিপদে পড়া ভারতের লোয়ার মিডল অর্ডার চড়াও হয়ে খেলে অস্ট্রেলিয়ার ওপর। সপ্তম উইকেটে ৩৫ বলে ৩২ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক। ভারতের ইনিংসও এরপর গুটিয়ে যায় তাড়াতাড়ি। ৩৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ১৮০ রানে শেষ ভারত। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন রেড্ডি। ৫৪ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন রেড্ডি।
জয়সওয়ালকে প্রথম বলে ফিরিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান স্টার্ক। কোনো টেস্টের প্রথম বলে তিনবার উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। স্টার্কের সমান তিন বার ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্স টেস্টের প্রথম বলে উইকেট নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এই কাজ দুইবার করে করেছেন স্যার রিচার্ড হেডলি, জিওফ আর্নল্ড,কপিল দেব ও সুরঙ্গ লাকমাল।
পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ভারতের। কিন্তু বলের রং লাল থেকে যখন গোলাপি হলো, তখন ভারতের ভিন্ন রূপ দেখা গেল। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে অ্যাডিলেডে সফরকারীরা ২০০ রানও করতে পারেনি।
টেস্টে এক ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেট স্টার্ক নিয়েছেন পাঁচবার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-পাঁচ প্রতিপক্ষের বিপক্ষে করেছেন এমন কীর্তি। সেরা বোলিংটা আজ করেছেন অ্যাডিলেডে ভারতের বিপক্ষে। ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট। ভারত গুটিয়ে গেল ১৮০ রানে।
ইনিংসের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টার্ক। ০ রানে ১ উইকেট হারানো ভারতের ইনিংস মেরামতের দায়িত্ব নেন শুবমান গিল ও লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে ১১৩ বলে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গিল ও রাহুল। ১৯তম ওভারের চতুর্থ বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন স্টার্ক। ৬৪ বলে ৬ চারে ৩৭ রান করেন রাহুল।
দ্বিতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর হঠাৎই খেই হারিয়ে পড়ে ভারত। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০৯ রানে পরিণত হয় সফরকারীরা। বিরাট কোহলি করেছেন ৭ রান। অধিনায়ক রোহিত শর্মাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৩ বলে ৩ রান করে আউট হয়েছেন তিনি।এক ম্যাচ পর অধিনায়ক হিসেবে ফিরে তিনি ওপেনিং ছেড়ে ব্যাটিং করেছেন ৬ নম্বরে।
বিপদে পড়া ভারতের লোয়ার মিডল অর্ডার চড়াও হয়ে খেলে অস্ট্রেলিয়ার ওপর। সপ্তম উইকেটে ৩৫ বলে ৩২ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক। ভারতের ইনিংসও এরপর গুটিয়ে যায় তাড়াতাড়ি। ৩৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ১৮০ রানে শেষ ভারত। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন রেড্ডি। ৫৪ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন রেড্ডি।
জয়সওয়ালকে প্রথম বলে ফিরিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান স্টার্ক। কোনো টেস্টের প্রথম বলে তিনবার উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। স্টার্কের সমান তিন বার ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্স টেস্টের প্রথম বলে উইকেট নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এই কাজ দুইবার করে করেছেন স্যার রিচার্ড হেডলি, জিওফ আর্নল্ড,কপিল দেব ও সুরঙ্গ লাকমাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫