Ajker Patrika

ভারত না অস্ট্রেলিয়া, পন্টিং-আকরামদের দৃষ্টিতে এগিয়ে কারা

ভারত না অস্ট্রেলিয়া, পন্টিং-আকরামদের দৃষ্টিতে এগিয়ে কারা

২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা করছেন বিভিন্ন রকম ভবিষ্যদ্বাণী। রিকি পন্টিং, ওয়াসিম আকরামদের চোখে ফেবারিট অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মতো তারকা ক্রিকেটারদেরই ফাইনালের একাদশে জায়গা একরকম নিশ্চিত। অন্যদিকে ঋষভ পন্ত, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার-চোটে পড়া এই চার ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। 

রিকি পন্টিংয়ের দৃষ্টিতে এগিয়ে অস্ট্রেলিয়ারিকি পন্টিং: 
অস্ট্রেলিয়াই ফেভরিট। ভারতের কিছু অনিশ্চয়তার জায়গা রয়েছে। দল নির্বাচন ও চোটের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার জায়গা রয়েছে। কে এল রাহুল, জসপ্রীত বুমরা কেউই নেই। উমেশ যাদবেরও চোট রয়েছে। 

ওয়াসিম আকরাম এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকেওয়াসিম আকরাম: 
দুই দলই গত দুই বছর তারা দেখিয়েছে যে বিশ্বের মধ্যে সেরা। সেকারণেই তারা ফাইনালে। উপমহাদেশের দলকে পিচ ভালোই সুবিধা দেয়। তবে আমরা যখন এখানে সফর করেছি……. আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে এবারেরটা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। ডিউক বলসহ সবই এখানে ভিন্ন। আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া তাই কিছুটা এগিয়ে। 

 রবি শাস্ত্রী কাউকেই এগিয়ে রাখছেন নারবি শাস্ত্রী: 
একমাত্র ম্যাচে কোনো কিছুই সহজ না। বর্তমান ফর্ম দেখলে কোনো দলই লঙ্গার ভার্সনের ম্যাচ অনেক দিন খেলেনি। ভারত অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ছাড়া বাকিরা দীর্ঘদিন খেলছে না। আমার মতে, প্যাট কামিন্স উজ্জীবিত অবস্থায় থাকবে এবং ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহাম্মদ শামি। 

অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন রস টেলররস টেলর: 
যে-ই টস জিতুক, উইকেটে কী পরিমাণ ঘাস থাকে, সেটাই হবে আকর্ষণীয় বিষয়। ভারত সম্ভবত দুজন স্পিনার নিয়ে খেলাবে। তাই তারা যদি শেষে বোলিং করে, কী হবে তা আপনি জানবেন না। তবে অস্ট্রেলিয়া এখানে অনেক অ্যাশেজ খেলেছে। আর বুমরাকে হারানো ভারতের বড় ক্ষতি। তাই আমার মতে, টস এখানে কিছুটা হলেও অবদান রাখবে। তবে আগাম ভবিষ্যদ্বাণী করছি যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত