নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যেই নানা বিতর্কে নাম এসে গেছে তাঁর। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি তথাকথিত ‘ফ্যাসিস্ট রেজিমে’র সঙ্গে সভাপতির সম্পর্কের অভিযোগে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকে।
আজ শুক্রবার মিরপুরে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিসিবি সভাপতি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব অভিযোগ নাকচ করে দেন তিনি। ফারুক বলেন, ‘এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। যদি আমার ওই তথাকথিত ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে কোনো সম্পর্ক থাকত, তাহলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আমি তো বর্তমান সরকারের আমলেই বিসিবির দায়িত্ব নিয়েছি। যারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের প্রতি অনুরোধ, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকুন।’
দায়িত্ব নেওয়ার পর থেকে নানাভাবে সমালোচিত হচ্ছেন ফারুক। তবে এই বিতর্কের জন্য কাকে দায়ী করা যায়, সেটা তাঁর কাছে অস্পষ্ট। এ নিয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নে ফারুক বলেন, ‘বিসিবি সভাপতির পদ নিয়ে অনেকের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক সময় বাইরের প্রভাবে ভালো কাজগুলো চোখে পড়ে না। খারাপ কাজই বেশি আলোচিত হয়। আমাদের উচিত, ভালো কাজের প্রশংসা করা, আর খারাপের সমালোচনা করা। এটিই স্বাভাবিক প্রক্রিয়া। গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে সত্যটা তুলে ধরে, তাহলে আমরা অপ্রয়োজনীয় সমালোচনা থেকে রেহাই পেতে পারি। আমি এমন একজন মানুষ, যাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করলে তা গ্রহণ করি। কিন্তু কিছু সমালোচনা থাকে, যেগুলোর কোনো দরকার নেই, এতে শুধু মনোযোগে বিঘ্ন ঘটে। আমার প্রধান দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’
ভারতের বিপক্ষে আগস্টের শেষ দুই সপ্তাহে অনুষ্ঠেয় হোম সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। ভারতীয় দলের বাংলাদেশ সফরের পাশে এখনো যে কোনো প্রশ্নচিহ্ন বসেনি, সেটি দাবি বিসিবি সভাপতির, ‘এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে সিরিজ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে একটি ভারতীয় সংবাদমাধ্যমে আমরা খবর দেখেছি। যত দূর জানি, ভারত সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে এবং একটি সম্ভাব্য সূচিও আমাদের হাতে এসেছে। আইসিসির সভায় আমি দুবার অংশ নিয়েছি। প্রথমবার বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সঙ্গে সরাসরি কথা বলেছি ও অনুরোধ করেছি। পরে যখন তিনি আইসিসির চেয়ারম্যান হলেন, তখনো আলোচনা করেছি। আমার ধারণা, তাঁদের ইতিবাচক মনোভাব থেকেই আমরা একটি সূচি পেয়েছি। এখনো বিশ্বাস করি, এই সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। বাকিটা সময় বলে দেবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যেই নানা বিতর্কে নাম এসে গেছে তাঁর। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি তথাকথিত ‘ফ্যাসিস্ট রেজিমে’র সঙ্গে সভাপতির সম্পর্কের অভিযোগে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকে।
আজ শুক্রবার মিরপুরে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিসিবি সভাপতি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব অভিযোগ নাকচ করে দেন তিনি। ফারুক বলেন, ‘এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। যদি আমার ওই তথাকথিত ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে কোনো সম্পর্ক থাকত, তাহলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আমি তো বর্তমান সরকারের আমলেই বিসিবির দায়িত্ব নিয়েছি। যারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের প্রতি অনুরোধ, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকুন।’
দায়িত্ব নেওয়ার পর থেকে নানাভাবে সমালোচিত হচ্ছেন ফারুক। তবে এই বিতর্কের জন্য কাকে দায়ী করা যায়, সেটা তাঁর কাছে অস্পষ্ট। এ নিয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নে ফারুক বলেন, ‘বিসিবি সভাপতির পদ নিয়ে অনেকের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক সময় বাইরের প্রভাবে ভালো কাজগুলো চোখে পড়ে না। খারাপ কাজই বেশি আলোচিত হয়। আমাদের উচিত, ভালো কাজের প্রশংসা করা, আর খারাপের সমালোচনা করা। এটিই স্বাভাবিক প্রক্রিয়া। গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে সত্যটা তুলে ধরে, তাহলে আমরা অপ্রয়োজনীয় সমালোচনা থেকে রেহাই পেতে পারি। আমি এমন একজন মানুষ, যাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করলে তা গ্রহণ করি। কিন্তু কিছু সমালোচনা থাকে, যেগুলোর কোনো দরকার নেই, এতে শুধু মনোযোগে বিঘ্ন ঘটে। আমার প্রধান দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’
ভারতের বিপক্ষে আগস্টের শেষ দুই সপ্তাহে অনুষ্ঠেয় হোম সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। ভারতীয় দলের বাংলাদেশ সফরের পাশে এখনো যে কোনো প্রশ্নচিহ্ন বসেনি, সেটি দাবি বিসিবি সভাপতির, ‘এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে সিরিজ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে একটি ভারতীয় সংবাদমাধ্যমে আমরা খবর দেখেছি। যত দূর জানি, ভারত সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে এবং একটি সম্ভাব্য সূচিও আমাদের হাতে এসেছে। আইসিসির সভায় আমি দুবার অংশ নিয়েছি। প্রথমবার বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সঙ্গে সরাসরি কথা বলেছি ও অনুরোধ করেছি। পরে যখন তিনি আইসিসির চেয়ারম্যান হলেন, তখনো আলোচনা করেছি। আমার ধারণা, তাঁদের ইতিবাচক মনোভাব থেকেই আমরা একটি সূচি পেয়েছি। এখনো বিশ্বাস করি, এই সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। বাকিটা সময় বলে দেবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে