নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫