ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫