দুবাইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ১০ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাহিন।তবে এবারের বিশ্বকাপে শাহিনের চেয়ে হারিসকে নিয়ে চিন্তিত আকাশ চোপড়া। মেলবোর্নে ২৩ অক্টোবরের ম্যাচে হারিসকে ভারতের সমীহ করা উচিত বলে মনে করছেন আকাশ।
২০২২ এশিয়া কাপ থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন হারিস। এশিয়া কাপ থেকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজসহ ১৫ ম্যাচ খেলেছেন এই সংস্করণে। ৭.৬৭ ইকোনমিতে ১৯.৫৫ গড়ে নিয়েছেন ২২ উইকেট। ডেথ ওভারে রান আটকে নিয়মিত উইকেট নিচ্ছেন হারিস। আকাশের মতে, ডেথ ওভারে দারুণ বোলিং করে পার্থক্য গড়ে দিতে পারেন হারিস। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষকের টুইট, ‘শাহিন নয়, আমার মতে, রোববার দুশ্চিন্তার কারণ হতে পারে হারিস রউফ। কঠিন ওভারগুলো রউফ করবে এবং তার পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে।’
২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে ব্রিসবেনে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেন শাহিন। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যার মধ্যে রহমানুল্লাহ গুরবাজকে দারুণ ইয়র্কার করেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি এই পেসারের প্রশংসা করে আকাশ বলেন, ‘আফ্রিদি তার সেরাটা দিচ্ছে। গুরবাজের পায়ের আঙুলই তার প্রমাণ।’
দুবাইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ১০ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাহিন।তবে এবারের বিশ্বকাপে শাহিনের চেয়ে হারিসকে নিয়ে চিন্তিত আকাশ চোপড়া। মেলবোর্নে ২৩ অক্টোবরের ম্যাচে হারিসকে ভারতের সমীহ করা উচিত বলে মনে করছেন আকাশ।
২০২২ এশিয়া কাপ থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন হারিস। এশিয়া কাপ থেকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজসহ ১৫ ম্যাচ খেলেছেন এই সংস্করণে। ৭.৬৭ ইকোনমিতে ১৯.৫৫ গড়ে নিয়েছেন ২২ উইকেট। ডেথ ওভারে রান আটকে নিয়মিত উইকেট নিচ্ছেন হারিস। আকাশের মতে, ডেথ ওভারে দারুণ বোলিং করে পার্থক্য গড়ে দিতে পারেন হারিস। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষকের টুইট, ‘শাহিন নয়, আমার মতে, রোববার দুশ্চিন্তার কারণ হতে পারে হারিস রউফ। কঠিন ওভারগুলো রউফ করবে এবং তার পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে।’
২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে ব্রিসবেনে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেন শাহিন। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যার মধ্যে রহমানুল্লাহ গুরবাজকে দারুণ ইয়র্কার করেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি এই পেসারের প্রশংসা করে আকাশ বলেন, ‘আফ্রিদি তার সেরাটা দিচ্ছে। গুরবাজের পায়ের আঙুলই তার প্রমাণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫