নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’
শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে