এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তাই স্টিফেন ফ্লেমিংয়ের দ্বারস্থ হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। টুর্নামেন্টে সাবেক অধিনায়কের কৌশল কাজে লাগাতে চায় কিউইরা।
ভারতের কন্ডিশন বুঝতেই ফ্লেমিংকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এনজেডসি। আইপিএলের শুরু থেকেই খেলোয়াড় এবং কোচ হিসেবে কাজ করায় ভারতীয় কন্ডিশন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁর। চেন্নাই সুপার কিংসকে ৫ বার চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টের সেরা কোচও তিনি। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় কিউইরা।
ফ্লেমিংয়ের কোচিং স্টাফে নিয়োগের বিষয়ে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘মনে করি ফ্লেমিং খেলোয়াড়দের জন্য দুর্দান্ত এবং কোচিং স্টাফের জন্যও ভালো হবে। ভারতের কন্ডিশন সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আইপিএলের শুরু থেকেই (২০০৯ সাল থেকে) কোচিং করাচ্ছেন। আমরা যেখানে খেলতে যাচ্ছি সেখানে তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তাই তার থেকে এক–দুই শতাংশ তথ্যও ম্যাচের ফলাফলে কাজে দেবে।’
এ ছাড়া ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে ফ্লেমিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত কাজে দিয়েছিল নিউজিল্যান্ডের। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সেবার ফাইনালে খেলেছিল কিউইরা। যদিও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের।
শুধু ফ্লেমিংকেই নিয়োগ দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, আরও বেশ কয়েকজনকে কোচিং স্টাফে যুক্ত করেছে তারা। জেমস ফস্টার, ইয়ান বেল ও সাকলাইন মুস্তাককেও কোচ করেছে কিউইরা। বিশ্বকাপের আগে ও পরে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজে এই সব তারকা কোচদের অধীনে কোচিং করাবে নিউজিল্যান্ড। ব্যস্ত মৌসুমে যেন কোচরাও বিশ্রাম নিতে পারে।
বিশ্বকাপের আগে যেমন বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টিড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ লুক রনকি। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার আবার ইংল্যান্ড সফরে বিশ্রামে থাকবেন। তখন দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেল। এভাবেই রোস্টার পদ্ধতিতে বাকি কোচদেরও কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তাই স্টিফেন ফ্লেমিংয়ের দ্বারস্থ হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। টুর্নামেন্টে সাবেক অধিনায়কের কৌশল কাজে লাগাতে চায় কিউইরা।
ভারতের কন্ডিশন বুঝতেই ফ্লেমিংকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এনজেডসি। আইপিএলের শুরু থেকেই খেলোয়াড় এবং কোচ হিসেবে কাজ করায় ভারতীয় কন্ডিশন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁর। চেন্নাই সুপার কিংসকে ৫ বার চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টের সেরা কোচও তিনি। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় কিউইরা।
ফ্লেমিংয়ের কোচিং স্টাফে নিয়োগের বিষয়ে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘মনে করি ফ্লেমিং খেলোয়াড়দের জন্য দুর্দান্ত এবং কোচিং স্টাফের জন্যও ভালো হবে। ভারতের কন্ডিশন সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আইপিএলের শুরু থেকেই (২০০৯ সাল থেকে) কোচিং করাচ্ছেন। আমরা যেখানে খেলতে যাচ্ছি সেখানে তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তাই তার থেকে এক–দুই শতাংশ তথ্যও ম্যাচের ফলাফলে কাজে দেবে।’
এ ছাড়া ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে ফ্লেমিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত কাজে দিয়েছিল নিউজিল্যান্ডের। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সেবার ফাইনালে খেলেছিল কিউইরা। যদিও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের।
শুধু ফ্লেমিংকেই নিয়োগ দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, আরও বেশ কয়েকজনকে কোচিং স্টাফে যুক্ত করেছে তারা। জেমস ফস্টার, ইয়ান বেল ও সাকলাইন মুস্তাককেও কোচ করেছে কিউইরা। বিশ্বকাপের আগে ও পরে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজে এই সব তারকা কোচদের অধীনে কোচিং করাবে নিউজিল্যান্ড। ব্যস্ত মৌসুমে যেন কোচরাও বিশ্রাম নিতে পারে।
বিশ্বকাপের আগে যেমন বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টিড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ লুক রনকি। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার আবার ইংল্যান্ড সফরে বিশ্রামে থাকবেন। তখন দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেল। এভাবেই রোস্টার পদ্ধতিতে বাকি কোচদেরও কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫