রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার। ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস ঠিকই জিতেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল তারা ৬৩ রানে হারিয়েছে গুজরাট টাইটানসকে।
টস হেরে প্রথমে ব্যাট করে মোস্তাফিজদের চেন্নাই। রাচিন রবীন্দ্রকে নিয়ে উদ্বোধনীতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬২ রানের জুটি গড়লে বড় স্কোরের ভিত পায় চেন্নাই। দুই ওপেনারই ৪৬ রান করে আউট হয়ে যান। চারে ব্যাট করতে আসা শিবম দুবে ২৩ বলে ৫১ করলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২০৬/৬।
যা টপকাতে এসে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। দিপক চাহার (২৮ /২), মোস্তাফিজুর রহমান (৩০ /২), তুষার দেশপান্ডে (২ /২১) মাতিশা পাতিরানার (১ /২৯) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩৭ করেন সাই সুদর্শন।
গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে এসে ১০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ১১ তম ওভারে দ্বিতীয় দফায় বল হাতে নিয়ে ১৩ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। তবে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্বরূপে আবির্ভূত হন মোস্তাফিজ। রশিদ খানকে ফিরিয়ে দেওয়া গুজরাট ইনিংসের ১৭ তম ওভারটিতে দিয়েছেন মাত্র ১ রান। আর ১৯ তম ওভারে রাহুল তিওয়াতিয়াকে তুলে নেন মোস্তাফিজ; নিজের বোলিং ফিগারটির রূপ দেন—৪-০-৩০-২।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার। ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস ঠিকই জিতেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল তারা ৬৩ রানে হারিয়েছে গুজরাট টাইটানসকে।
টস হেরে প্রথমে ব্যাট করে মোস্তাফিজদের চেন্নাই। রাচিন রবীন্দ্রকে নিয়ে উদ্বোধনীতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬২ রানের জুটি গড়লে বড় স্কোরের ভিত পায় চেন্নাই। দুই ওপেনারই ৪৬ রান করে আউট হয়ে যান। চারে ব্যাট করতে আসা শিবম দুবে ২৩ বলে ৫১ করলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২০৬/৬।
যা টপকাতে এসে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। দিপক চাহার (২৮ /২), মোস্তাফিজুর রহমান (৩০ /২), তুষার দেশপান্ডে (২ /২১) মাতিশা পাতিরানার (১ /২৯) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩৭ করেন সাই সুদর্শন।
গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে এসে ১০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ১১ তম ওভারে দ্বিতীয় দফায় বল হাতে নিয়ে ১৩ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। তবে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্বরূপে আবির্ভূত হন মোস্তাফিজ। রশিদ খানকে ফিরিয়ে দেওয়া গুজরাট ইনিংসের ১৭ তম ওভারটিতে দিয়েছেন মাত্র ১ রান। আর ১৯ তম ওভারে রাহুল তিওয়াতিয়াকে তুলে নেন মোস্তাফিজ; নিজের বোলিং ফিগারটির রূপ দেন—৪-০-৩০-২।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫