দুবাইয়ে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ বোলিং করেও উইকেট-শূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। কাল আবুধাবিতে মোস্তাফিজ উইকেট পেয়েছেন ঠিকই, তবে সেটা কাজে লাগাতে পারেননি রাজস্থান রয়্যালস ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতার দিনে গুরুত্বপূর্ণ ম্যাচটি রাজস্থান হেরেছে ৩৩ রানে।
পাঞ্জাবের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুনেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারার দিনে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে দলটি।
তবে এবার আর একা নয়, জরিমানা গুনতে হচ্ছে অধিনায়কসহ দলের বাকি সদস্যদের। দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্যামসনকে। বাকি সদস্যদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের জন্য অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে ৬ লাখ রুপি করে জরিমানা করা হবে।
এবারের আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠিন করা হয়েছে। টানা দুই ম্যাচের পর আর কোনো ম্যাচে একই ঘটনায় অভিযুক্ত হলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন রাজস্থান অধিনায়ক স্যামসন। রাজস্থানের পরের ম্যাচ দুবাইয়ে ২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
দুবাইয়ে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ বোলিং করেও উইকেট-শূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। কাল আবুধাবিতে মোস্তাফিজ উইকেট পেয়েছেন ঠিকই, তবে সেটা কাজে লাগাতে পারেননি রাজস্থান রয়্যালস ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতার দিনে গুরুত্বপূর্ণ ম্যাচটি রাজস্থান হেরেছে ৩৩ রানে।
পাঞ্জাবের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুনেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারার দিনে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে দলটি।
তবে এবার আর একা নয়, জরিমানা গুনতে হচ্ছে অধিনায়কসহ দলের বাকি সদস্যদের। দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্যামসনকে। বাকি সদস্যদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের জন্য অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে ৬ লাখ রুপি করে জরিমানা করা হবে।
এবারের আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠিন করা হয়েছে। টানা দুই ম্যাচের পর আর কোনো ম্যাচে একই ঘটনায় অভিযুক্ত হলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন রাজস্থান অধিনায়ক স্যামসন। রাজস্থানের পরের ম্যাচ দুবাইয়ে ২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫