স্কোরবোর্ড বলবে ম্যাড়মেড়ে ড্রতে শেষ হয়েছে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তবে স্কোরকার্ড দেখে সবসময় সবকিছু জানা যায় না। শেষ দিনে এসে ম্যাচটা যেন হয়ে গিয়েছিল ইশ সোধি বনাম পাকিস্তান। সোধির ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটাররা কাঁপছিলেন থরথর করে। শেষ পর্যন্ত এই ম্যাচ বাঁচিয়েছে স্বাগতিকেরা।
২ উইকেটে ৭৭ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। নাইটওয়াচম্যান হিসেবে নামা নোমান আলি ৪ রান করে বিদায় নিয়েছিলেন। নোমানের উইকেট নিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। পাঁচ নম্বরে নামা বাবর আজমও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৪ রান করে পাকিস্তানি অধিনায়ককে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সোধি। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০০ রান।
বাবরের বিদায়ের পর উইকেটে আসেন সরফরাজ আহমেদ। প্রায় চার বছর পর টেস্ট খেলতে এসে দুই ইনিংসে ফিফটি করেন সরফরাজ। পঞ্চম উইকেট জুটিতে ইমাম-উল-হকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েছিলেন। ৫৩ রান করা সরফরাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সোধি। পাকিস্তানের ইনিংসে সাময়িক ভাঙন লাগানোর কাজটা এখান থেকেই শুরু করেন সোধি। সরফরাজের পর আগা সালমান, ইমাম-এই দুজনকে দ্রুত ফিরিয়ে দেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের এই লেগস্পিনার। যেখানে পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন ইমাম। এরপর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের উইকেট নিয়ে ‘ষষ্টক’ পূর্ণ করেন সোধি। ৮৬ রানে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের এই লেগ স্পিনার। আর ৩১১ রানে ৮ উইকেটে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলকে বোল্ড করেন আবরার আহমেদ। তখন কিউইদের স্কোর ১ উইকেটে ৪ রান। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে নামা লাথাম এসেই প্রতি আক্রমণে যান। লাথামের সঙ্গে ডেভন কনওয়ে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালানো শুরু করেন। লাথাম-কনওয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৫২ রান যোগ করেন। নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭.৩ ওভারে ১ উইকেটে ৬১ রান। এরপর আর খেলা না হওয়ায় দুই পক্ষকেই ড্র মেনে নিতে হয়েছে। ম্যাচসেরা হয়েছেন কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ২০০ রান করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
স্কোরবোর্ড বলবে ম্যাড়মেড়ে ড্রতে শেষ হয়েছে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তবে স্কোরকার্ড দেখে সবসময় সবকিছু জানা যায় না। শেষ দিনে এসে ম্যাচটা যেন হয়ে গিয়েছিল ইশ সোধি বনাম পাকিস্তান। সোধির ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটাররা কাঁপছিলেন থরথর করে। শেষ পর্যন্ত এই ম্যাচ বাঁচিয়েছে স্বাগতিকেরা।
২ উইকেটে ৭৭ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। নাইটওয়াচম্যান হিসেবে নামা নোমান আলি ৪ রান করে বিদায় নিয়েছিলেন। নোমানের উইকেট নিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। পাঁচ নম্বরে নামা বাবর আজমও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৪ রান করে পাকিস্তানি অধিনায়ককে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সোধি। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০০ রান।
বাবরের বিদায়ের পর উইকেটে আসেন সরফরাজ আহমেদ। প্রায় চার বছর পর টেস্ট খেলতে এসে দুই ইনিংসে ফিফটি করেন সরফরাজ। পঞ্চম উইকেট জুটিতে ইমাম-উল-হকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েছিলেন। ৫৩ রান করা সরফরাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সোধি। পাকিস্তানের ইনিংসে সাময়িক ভাঙন লাগানোর কাজটা এখান থেকেই শুরু করেন সোধি। সরফরাজের পর আগা সালমান, ইমাম-এই দুজনকে দ্রুত ফিরিয়ে দেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের এই লেগস্পিনার। যেখানে পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন ইমাম। এরপর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের উইকেট নিয়ে ‘ষষ্টক’ পূর্ণ করেন সোধি। ৮৬ রানে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের এই লেগ স্পিনার। আর ৩১১ রানে ৮ উইকেটে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলকে বোল্ড করেন আবরার আহমেদ। তখন কিউইদের স্কোর ১ উইকেটে ৪ রান। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে নামা লাথাম এসেই প্রতি আক্রমণে যান। লাথামের সঙ্গে ডেভন কনওয়ে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালানো শুরু করেন। লাথাম-কনওয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৫২ রান যোগ করেন। নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭.৩ ওভারে ১ উইকেটে ৬১ রান। এরপর আর খেলা না হওয়ায় দুই পক্ষকেই ড্র মেনে নিতে হয়েছে। ম্যাচসেরা হয়েছেন কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ২০০ রান করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫