Ajker Patrika

লঙ্কানদের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২৩: ২৯
লঙ্কানদের শ্বাসরুদ্ধকর জয়

প্রথম ম্যাচের মত শেষ ওভারের নাটকীয়তা এই ম্যাচেও ছিল। প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলেও জয়ের সুযোগ ছিল দুই দলের। কিন্তু সেই সুযোগটা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগটা আর ছিল না। তাই শেষ বল গড়ানোর পর ভারতের বিপক্ষে ১৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে টসে জিতে সফরকারী শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। লঙ্কানদের উদ্বোধনী জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভুল সিদ্ধান্তই নিয়েছে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৮০ রানে উদ্বোধনী জুটি ভাঙে ইয়ুভেন্দ্র চাহাল। তার আগে ৩১ বলে ৫২ রান করে লঙ্কানদের বড় রানের লক্ষ্যে যেতে পথ করে দেন কুশল। উদ্বোধনী জুটির পর রানের গতি কিছুটা কমলেও শেষ দিকে দাসুন শানাকা ঝড় তোলেন। এ সময় লঙ্কানদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতকের রেকর্ড করে ফেলেছেন শানাকা। ২০ ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রান করে লঙ্কানরা।

জয়ের লক্ষ্যে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। মিডল অর্ডারে সূর্য কুমার যাদবের ৩৬ বলে ৫১ ও পরে অক্ষর প্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস ভারতকে জয়ের আশা জাগিয়ে তোলে। শেষ ওভারে ২১ রান প্রয়োজন যখন, তখন অক্ষরকে হারায় ভারত। আর জয়ের সুযোগ ছিল না স্বাগতিকদের। ১৬ রানের জয় দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফেরান সফরকারী শ্রীলঙ্কা।

সাত জানুয়ারি রাজকোটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত