প্রথম ম্যাচের মত শেষ ওভারের নাটকীয়তা এই ম্যাচেও ছিল। প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলেও জয়ের সুযোগ ছিল দুই দলের। কিন্তু সেই সুযোগটা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগটা আর ছিল না। তাই শেষ বল গড়ানোর পর ভারতের বিপক্ষে ১৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে টসে জিতে সফরকারী শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। লঙ্কানদের উদ্বোধনী জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভুল সিদ্ধান্তই নিয়েছে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৮০ রানে উদ্বোধনী জুটি ভাঙে ইয়ুভেন্দ্র চাহাল। তার আগে ৩১ বলে ৫২ রান করে লঙ্কানদের বড় রানের লক্ষ্যে যেতে পথ করে দেন কুশল। উদ্বোধনী জুটির পর রানের গতি কিছুটা কমলেও শেষ দিকে দাসুন শানাকা ঝড় তোলেন। এ সময় লঙ্কানদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতকের রেকর্ড করে ফেলেছেন শানাকা। ২০ ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রান করে লঙ্কানরা।
জয়ের লক্ষ্যে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। মিডল অর্ডারে সূর্য কুমার যাদবের ৩৬ বলে ৫১ ও পরে অক্ষর প্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস ভারতকে জয়ের আশা জাগিয়ে তোলে। শেষ ওভারে ২১ রান প্রয়োজন যখন, তখন অক্ষরকে হারায় ভারত। আর জয়ের সুযোগ ছিল না স্বাগতিকদের। ১৬ রানের জয় দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফেরান সফরকারী শ্রীলঙ্কা।
সাত জানুয়ারি রাজকোটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ হবে।
প্রথম ম্যাচের মত শেষ ওভারের নাটকীয়তা এই ম্যাচেও ছিল। প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলেও জয়ের সুযোগ ছিল দুই দলের। কিন্তু সেই সুযোগটা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগটা আর ছিল না। তাই শেষ বল গড়ানোর পর ভারতের বিপক্ষে ১৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে টসে জিতে সফরকারী শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। লঙ্কানদের উদ্বোধনী জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভুল সিদ্ধান্তই নিয়েছে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৮০ রানে উদ্বোধনী জুটি ভাঙে ইয়ুভেন্দ্র চাহাল। তার আগে ৩১ বলে ৫২ রান করে লঙ্কানদের বড় রানের লক্ষ্যে যেতে পথ করে দেন কুশল। উদ্বোধনী জুটির পর রানের গতি কিছুটা কমলেও শেষ দিকে দাসুন শানাকা ঝড় তোলেন। এ সময় লঙ্কানদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতকের রেকর্ড করে ফেলেছেন শানাকা। ২০ ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রান করে লঙ্কানরা।
জয়ের লক্ষ্যে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। মিডল অর্ডারে সূর্য কুমার যাদবের ৩৬ বলে ৫১ ও পরে অক্ষর প্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস ভারতকে জয়ের আশা জাগিয়ে তোলে। শেষ ওভারে ২১ রান প্রয়োজন যখন, তখন অক্ষরকে হারায় ভারত। আর জয়ের সুযোগ ছিল না স্বাগতিকদের। ১৬ রানের জয় দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফেরান সফরকারী শ্রীলঙ্কা।
সাত জানুয়ারি রাজকোটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫