২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫