ম্যাচ শেষে কোচদের সংবাদ সম্মেলনে যাওয়া পরিচিত দৃশ্য। তবে এবার মজার কথা শুনিয়েছেন শন টেইট। পাকিস্তান বাজেভাবে হারলেই তাঁকে (টেইট) সংবাদ সম্মেলনে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ।
শুক্রবার লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেইটকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মজার ছলে তখন পাকিস্তানের পেস-বোলিং কোচ বলেন, ‘যখন আমরা বাজেভাবে হেরে যাই, তারা আমাকে পাঠায়। দল গো-হারা হারলেই আমাকে পাঠানো হয়।’
ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ইংলিশরা সেই লক্ষ্য ৩৩ বল আগেই তাড়া করে জেতে। ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফিল সল্ট। তার জন্য ইংলিশ ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন টেইট। পাকিস্তানের বোলিং বিবর্ণ হলেও এটা নিয়ে ভাবছেন না সাবেক অস্ট্রেলিয়ান পেসার। টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে বলে স্বীকার করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ, ‘তারা (ইংল্যান্ড) আমাদের ওপর আক্রমণাত্মক খেলেছে। তারা প্রতি বলেই বাউন্ডারি মারতে চেয়েছে। প্রথম তিন ওভার এভাবে হয়েছে এবং আমাদের বোলাররা তাতে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আমরা বেশি ভুল করিনি এবং ব্যাটিংটা ভালো হয়েছে। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে এটা হয়। আপনারা সিরিজটা দেখলেই বুঝবেন, (পারফরম্যান্স) উপর-নীচ হচ্ছে, তাই এতে কিছু যায় আসে না।’
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।
ম্যাচ শেষে কোচদের সংবাদ সম্মেলনে যাওয়া পরিচিত দৃশ্য। তবে এবার মজার কথা শুনিয়েছেন শন টেইট। পাকিস্তান বাজেভাবে হারলেই তাঁকে (টেইট) সংবাদ সম্মেলনে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ।
শুক্রবার লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেইটকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মজার ছলে তখন পাকিস্তানের পেস-বোলিং কোচ বলেন, ‘যখন আমরা বাজেভাবে হেরে যাই, তারা আমাকে পাঠায়। দল গো-হারা হারলেই আমাকে পাঠানো হয়।’
ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ইংলিশরা সেই লক্ষ্য ৩৩ বল আগেই তাড়া করে জেতে। ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফিল সল্ট। তার জন্য ইংলিশ ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন টেইট। পাকিস্তানের বোলিং বিবর্ণ হলেও এটা নিয়ে ভাবছেন না সাবেক অস্ট্রেলিয়ান পেসার। টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে বলে স্বীকার করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ, ‘তারা (ইংল্যান্ড) আমাদের ওপর আক্রমণাত্মক খেলেছে। তারা প্রতি বলেই বাউন্ডারি মারতে চেয়েছে। প্রথম তিন ওভার এভাবে হয়েছে এবং আমাদের বোলাররা তাতে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আমরা বেশি ভুল করিনি এবং ব্যাটিংটা ভালো হয়েছে। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে এটা হয়। আপনারা সিরিজটা দেখলেই বুঝবেন, (পারফরম্যান্স) উপর-নীচ হচ্ছে, তাই এতে কিছু যায় আসে না।’
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫