ঢাকা: বয়স তাঁর কতই–বা হয়েছিল? ৩৬! এটা কি চলে যাওয়ার সময়? বিবেক যাদব এই অসময়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ভারতীয় লেগ স্পিনার দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। কদিন আগে কেমোথেরাপি নিতে গিয়ে আক্রান্ত হলেন করোনায়। কাল বিবেকের জীবন প্রদীপ নিভে গেল ৩৬ বছর বয়সে।
দুই বছর যকৃত ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বিবেক। কেমোথেরাপি নিয়ে কন্যা–স্ত্রী নিয়ে ভালোই ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে লড়াইটা আর চালাতে পারলেন না। তাঁর সতীর্থ রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে ওর লিভার ক্যান্সার ধরা পড়ে। তবে সেরে উঠছিল। কিছুদিন আগেও কেমোথেরাপি নিতে হাসপাতালে গিয়েছিল, তখনই কোভিড ধরা পড়ে। এর পরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।’
২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। খেলেছেন ২০১২ পর্যন্ত। পাঁচ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩.১৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রাজস্থানের রঞ্জিজয়ী দলেরও সসদ্য ছিলেন। ৮ টি ‘লিস্ট এ’ ও ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।
করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের ভারতের এক ক্রীড়া সাংবাদিকও। রুচিরা মিশ্র নামের এই সাংবাদিক ‘টাইমস অব ইন্ডিয়া’তে কাজ করতেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাভার করলেও প্রথম শ্রেণির ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিও বেশ টান ছিল তাঁর।
ঢাকা: বয়স তাঁর কতই–বা হয়েছিল? ৩৬! এটা কি চলে যাওয়ার সময়? বিবেক যাদব এই অসময়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ভারতীয় লেগ স্পিনার দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। কদিন আগে কেমোথেরাপি নিতে গিয়ে আক্রান্ত হলেন করোনায়। কাল বিবেকের জীবন প্রদীপ নিভে গেল ৩৬ বছর বয়সে।
দুই বছর যকৃত ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বিবেক। কেমোথেরাপি নিয়ে কন্যা–স্ত্রী নিয়ে ভালোই ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে লড়াইটা আর চালাতে পারলেন না। তাঁর সতীর্থ রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে ওর লিভার ক্যান্সার ধরা পড়ে। তবে সেরে উঠছিল। কিছুদিন আগেও কেমোথেরাপি নিতে হাসপাতালে গিয়েছিল, তখনই কোভিড ধরা পড়ে। এর পরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।’
২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। খেলেছেন ২০১২ পর্যন্ত। পাঁচ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩.১৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রাজস্থানের রঞ্জিজয়ী দলেরও সসদ্য ছিলেন। ৮ টি ‘লিস্ট এ’ ও ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।
করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের ভারতের এক ক্রীড়া সাংবাদিকও। রুচিরা মিশ্র নামের এই সাংবাদিক ‘টাইমস অব ইন্ডিয়া’তে কাজ করতেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাভার করলেও প্রথম শ্রেণির ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিও বেশ টান ছিল তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫