আগের তিন ম্যাচের মতো গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিপক্ষেও শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু শেষ ওভারে দ্য ফিজকে তুলোধুনা করেছেন দীনেশ কার্তিক। ‘কাটার মাস্টারের’ শেষ ওভারে ২৮ রান তুলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক ব্যাটার। মোস্তাফিজকে তুলোধুনা করে আবারও আলোচনায় এসেছেন বেঙ্গালুরুর এই খেলোয়াড়।
এই দীনেশ কার্তিকের কাছে ২০১৮ সালের নিদহাস ট্রফিতে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এবার আইপিএলের মঞ্চেও এক বাংলাদেশি বোলারকে পেয়েই তেতে উঠলেন কার্তিক। অবশ্য তিনি এবারের আইপিএলের শুরু থেকে দারুণ ছন্দে আছেন। তবে গতকালের ম্যাচের পর স্বপ্ন বুনছেন ভারতীয় দলে ফেরার।
এই মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ১৯৭ গড়ে ১৯৭ রান করেছেন কার্তিক। ১৮টি চার ও ১৪টি ছক্কা মারা ব্যাটার দারুণভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। সেট হয়ে গেলে সব ব্যাটারই মেরে খেলেন। কিন্তু সত্যিকারের ফিনিশারদের ভূমিকা আলাদা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত মানিয়ে নিয়ে যিনি চালিয়ে খেলতে পারেন, তিনিই বেশি সফল হয়। কার্তিকও সেই কাজটি করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কার্তিক। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি। আমি জানি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। আমি ভারতীয় দলে জায়গা করে নিয়ে দলকে জেতাতে চাই। ভারত দীর্ঘদিন ধরে বড় টুর্নামেন্ট জিততে পারেনি এবং আমি দলের একটি অংশ হয়ে দেশের জন্য এ কাজ করতে চাই।’
কার্তিকে মুগ্ধ হয়েছেন কোহলিও। সাবেক আরসিবি অধিনায়ক বলেন, ‘আমি পুরো নিশ্চিত হয়ে এটা বলতে পারি যে দীনেশ কার্তিক বিশ্বকাপে ভারতের হয়ে খেলার জোরালো দাবি তুলেছেন। আমার কাছে সে-ই এই আইপিএলের সেরা খেলোয়াড়।’
আগের তিন ম্যাচের মতো গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিপক্ষেও শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু শেষ ওভারে দ্য ফিজকে তুলোধুনা করেছেন দীনেশ কার্তিক। ‘কাটার মাস্টারের’ শেষ ওভারে ২৮ রান তুলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক ব্যাটার। মোস্তাফিজকে তুলোধুনা করে আবারও আলোচনায় এসেছেন বেঙ্গালুরুর এই খেলোয়াড়।
এই দীনেশ কার্তিকের কাছে ২০১৮ সালের নিদহাস ট্রফিতে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এবার আইপিএলের মঞ্চেও এক বাংলাদেশি বোলারকে পেয়েই তেতে উঠলেন কার্তিক। অবশ্য তিনি এবারের আইপিএলের শুরু থেকে দারুণ ছন্দে আছেন। তবে গতকালের ম্যাচের পর স্বপ্ন বুনছেন ভারতীয় দলে ফেরার।
এই মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ১৯৭ গড়ে ১৯৭ রান করেছেন কার্তিক। ১৮টি চার ও ১৪টি ছক্কা মারা ব্যাটার দারুণভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। সেট হয়ে গেলে সব ব্যাটারই মেরে খেলেন। কিন্তু সত্যিকারের ফিনিশারদের ভূমিকা আলাদা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত মানিয়ে নিয়ে যিনি চালিয়ে খেলতে পারেন, তিনিই বেশি সফল হয়। কার্তিকও সেই কাজটি করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কার্তিক। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি। আমি জানি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। আমি ভারতীয় দলে জায়গা করে নিয়ে দলকে জেতাতে চাই। ভারত দীর্ঘদিন ধরে বড় টুর্নামেন্ট জিততে পারেনি এবং আমি দলের একটি অংশ হয়ে দেশের জন্য এ কাজ করতে চাই।’
কার্তিকে মুগ্ধ হয়েছেন কোহলিও। সাবেক আরসিবি অধিনায়ক বলেন, ‘আমি পুরো নিশ্চিত হয়ে এটা বলতে পারি যে দীনেশ কার্তিক বিশ্বকাপে ভারতের হয়ে খেলার জোরালো দাবি তুলেছেন। আমার কাছে সে-ই এই আইপিএলের সেরা খেলোয়াড়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫