নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে