ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দলে নেই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। যদিও ইংল্যান্ডের অ্যাশেজ বিপর্যয়ের সিরিজেও ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডই ছিলেন সবচেয়ে সফল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা না পেয়ে যারপরনাই হতাশ পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।
বাদ পড়ার বিষয়ে এখনো পরিষ্কার নন বলে জানিয়েছেন ব্রড। নির্বাচকদের পক্ষ থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে যোগাযোগের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। একটি সংবাদপত্রের কলামে ব্রড লিখেছেন, ‘আমি বিষয়টি মানিয়ে নিতে সংগ্রাম করছি। এটা আসলে করাটা কঠিন যখন কেবল পাঁচ মিনিটের ফোন কলে জানতে পারবেন।’
ভালো নেই জানিয়ে ব্রড আরও লিখেছেন, ‘আমি মোটেও এমন দাবি করতে পারি না যে খুব ভালো আছি। কারণ আমি মোটেও ভালো নেই। সবকিছু ঠিক আছে এমন অভিনয় করা ভুল হবে। আমি অ্যাশেজের শেষ দুটি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচের মানদণ্ড ধরে রেখেছি। গত আট বছরের মানদণ্ডকে আপনি বিশ্বমানের বলবেন।’
বাদ পড়ার কারণ ঠিকঠাক ব্যাখ্যা করা হয়নি জানিয়ে ব্রড বলেছেন, ‘তারা (নির্বাচকেরা) যখন বিদেশের মাটিতে জয়ের জন্য তাৎক্ষণিক পরিকল্পনার অংশে আমাকে রাখে না, সেটা আরও বেশি বিচলিত করে। বিষয়টার ব্যাখ্যা আমাকে খুব সংক্ষেপে দেওয়া হয়েছিল। ৮ মার্চ অ্যান্টিগায় ইংল্যান্ডের সেরা দলে জায়গা পাওয়ার যোগ্যতা আমার আছে বলে বিশ্বাস করি। এ জন্য বাদ পড়ার ব্যাপারটা নেওয়া কঠিন আমার জন্য।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দলে নেই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। যদিও ইংল্যান্ডের অ্যাশেজ বিপর্যয়ের সিরিজেও ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডই ছিলেন সবচেয়ে সফল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা না পেয়ে যারপরনাই হতাশ পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।
বাদ পড়ার বিষয়ে এখনো পরিষ্কার নন বলে জানিয়েছেন ব্রড। নির্বাচকদের পক্ষ থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে যোগাযোগের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। একটি সংবাদপত্রের কলামে ব্রড লিখেছেন, ‘আমি বিষয়টি মানিয়ে নিতে সংগ্রাম করছি। এটা আসলে করাটা কঠিন যখন কেবল পাঁচ মিনিটের ফোন কলে জানতে পারবেন।’
ভালো নেই জানিয়ে ব্রড আরও লিখেছেন, ‘আমি মোটেও এমন দাবি করতে পারি না যে খুব ভালো আছি। কারণ আমি মোটেও ভালো নেই। সবকিছু ঠিক আছে এমন অভিনয় করা ভুল হবে। আমি অ্যাশেজের শেষ দুটি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচের মানদণ্ড ধরে রেখেছি। গত আট বছরের মানদণ্ডকে আপনি বিশ্বমানের বলবেন।’
বাদ পড়ার কারণ ঠিকঠাক ব্যাখ্যা করা হয়নি জানিয়ে ব্রড বলেছেন, ‘তারা (নির্বাচকেরা) যখন বিদেশের মাটিতে জয়ের জন্য তাৎক্ষণিক পরিকল্পনার অংশে আমাকে রাখে না, সেটা আরও বেশি বিচলিত করে। বিষয়টার ব্যাখ্যা আমাকে খুব সংক্ষেপে দেওয়া হয়েছিল। ৮ মার্চ অ্যান্টিগায় ইংল্যান্ডের সেরা দলে জায়গা পাওয়ার যোগ্যতা আমার আছে বলে বিশ্বাস করি। এ জন্য বাদ পড়ার ব্যাপারটা নেওয়া কঠিন আমার জন্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫